সাবলীল বিচরণ
ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
‘বলি???? না থাক….বলবো না….’ ঠিক এরকমই একটা পোস্ট করে সম্প্রতি নিজের নেটিজেন ফ্যানদের বেশ চমকে দেন বহুমুখী চরিত্রের সফল অভিনেতা চঞ্চল চৌধুরী। পোস্টটির বিশেষত্ব ছিল চঞ্চল চৌধুরীর ন্যাড়া মাথার ছবি। হতবাক করে দেয়া এই ছবিটির নেপথ্যে রয়েছে হৈচৈ প্লাটফর্মের জন্য নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘বলি’। গত ১৫ সেপ্টেম্বর ওয়েব সিরিজ ‘বলি’ এর শ্যুটিং শুরু হয়। আগামী ডিসেম্বর থেকে হৈচৈ এর দর্শকরা উপভোগ করতে পারবেন এই ওয়েব কন্টেন্টটি।
চলুন, এখনো পর্দার অন্তরালে থাকা এই ওয়েব সিরিজটির ব্যাপারে কিছু জেনে নেয়া যাক।
ওয়েব সিরিজ ‘বলি’ এর নেপথ্যের গল্প ও কলাকুশলী
মিডিয়া পাড়ায় বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত শঙ্খ দাশ গুপ্ত চট্টগ্রামের বলিখেলার উপর কেন্দ্র করে ‘বলি’ এর কাজ শুরু করেছেন। এছাড়া সিরিজটির চিত্রপট নিয়ে ‘বলি’ টীম সবাইকে বেশ কৌতূহলের মধ্যে রেখেছে।
চঞ্চল চৌধুরী ছাড়াও ‘বলি’তে থাকছেন সোহানা সাবা, সাফা কবির, মৌসুমি মৌ, জিয়াউল হক পলাশ এবং সোহেল মন্ডল রানা। রঙের মানুষ খ্যাত পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু ‘বলি’ এর মাধ্যমে ওয়েব প্ল্যাটফর্মে তার যাত্রা শুরু করছেন।
সিরিজটিতে পর্ব সংখ্যা কত হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। ‘বলি’ এর প্রযোজনায় আছে গুড কোম্পানি। দুই সপ্তাহের মধ্যেই শ্যুটিং শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে শঙ্খ দাশের টীম। কলাকুশলীরা এখন শ্যুটিং এর কাজে কুয়াকাটায় অবস্থান করছেন।
আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে নতুন লুকে চঞ্চল চৌধুরী
আরও একটি বৈচিত্র্যপূর্ণ চরিত্র রূপায়নে চঞ্চল চৌধুরী
হৈচৈতে ‘তকদীর’ এ ব্যাপক সাফল্যের পর একই প্ল্যাটফর্মে চঞ্চল চৌধুরীর এটি দ্বিতীয় কাজ। নতুন ওয়েব সিরিজ নির্মাতা শঙ্খ দাশ গুপ্তের সাথে চঞ্চল চৌধুরীর এটা প্রথম কাজ হলেও তিনি ‘বলি’ নিয়ে বেশ আশাবাদী।
তার সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীরাও এক বাক্যে তার অভিনয়ের বহুমুখীতার কথা স্বীকার করে। ‘মনপুরা’র সোনাই, ‘আয়নাবাজি’র আয়না এবং ‘দেবী’র মিসির আলী চরিত্রগুলোর মাধ্যমে দর্শকদের পাশাপাশি বিনোদন জগতের প্রতিটি মহলে তিনি নিজের নামটি সুপ্রতিষ্ঠিত করেছেন।
এখন পর্যন্ত চঞ্চল চৌধুরীর অর্জনে আছে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দর্শকদের পাশাপাশি সমালোচক জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার এবং শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা বিভাগে আরটিভি তারকা পুরস্কার।
এর বাইরেও অভিনয়ের প্রতি তার নিষ্ঠার প্রমাণ মেলে প্রতিটি কাজের সময় তার মেকাপ-গেটাপে। মঞ্চাভিনয় থেকে উঠে আসা এই অভিনেতা শুধু পরচুলা ও নকল দাড়িতেই সীমাবদ্ধ থাকেন না। চারুকলার ছাত্র হওয়ায় মেকাপের ব্যাপারে চঞ্চল চৌধুরীর শিল্পজ্ঞান সুস্পষ্ট। তাই চরিত্র রূপায়নে মেকাপের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করেন এই স্বভাব-অভিনেতা।
আরও পড়ুন: মুক্তি পেলেন পরীমণি
ঈদুল আজহার শীর্ষ ১০ জনপ্রিয় বাংলা নাটক
ওয়েব মিডিয়ায় চঞ্চল চৌধুরীর সাবলীল বিচরণ
যদিও ‘মনের মানুষ’ চলচ্চিত্রের মাধ্যমে চঞ্চল চৌধুরী ওপার বাংলায় পরিচিত পান, তবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ-এ ‘তকদীর’ মুক্তি পাবার পর তার সুখ্যাতি আরও ছড়িয়ে পড়ে। এরপর থেকে ওয়েব কন্টেন্টে তিনি নিয়মিত হতে থাকেন। ইতোমধ্যে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘যাত্রী’, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূরের ‘কন্ট্রাক্ট’, রবিউল আলম রবির ‘ঊনলৌকিক’ এ কাজ করে। তার অভিনীত জনপ্রিয় পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর অভিষেককৃত ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’ পর্দা উন্মোচনের পথে।
প্রথমবারের মত বাংলাদেশি ওয়েব সিরিয়াল ফিচার করছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ। গোলাম সোহরাব দোদুল পরিচালিত সিরিয়ালটির নাম ‘রূপকথা নয়’ এবং এতে মূল চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী।
সম্প্রতি দুই বাংলার বিখ্যাত গায়ক, নির্মাতা ও অভিনেতা অঞ্জন চৌধুরীর সাথে একটা ওয়েব সিরিজের কথা চলছে। কোভিড পরিস্থিতিসহ চিত্রনাট্য, চরিত্র সব ঠিক থাকলে অক্টোবরেই শ্যুটিং শুরুর পরিকল্পনা আছে।
পরিশিষ্ট
বৈচিত্র্যময় চরিত্র ফুটিয়ে তোলার ধারাবাহিকতায় ওয়েব সিরিজ ‘বলি’ তেও নিজের নামের সুবিচার করতে পারবেন বলে বিশ্বাস চঞ্চল চৌধুরীর ভক্তদের। ‘বলি’র হাত ধরে হৈচৈ-এর মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারতেও চঞ্চল চৌধুরীর আইকনিক চরিত্র সৃষ্টি হতে পারে। সর্বসাকুল্যে, দক্ষিণ এশিয়ার ওয়েব ধারাবাহিকগুলোর মধ্যে বাংলাদেশি কন্টেন্টগুলোর আড়ম্বরপূর্ণ অবস্থানপ্রাপ্তির সম্ভাবনা তো থাকছেই।
৩ বছর আগে