ভদ্রজন
ইভ্যালি কাণ্ড: ভদ্রজনের কি কোন দায় নেই
ইভ্যালির দুরাবস্থা ও এই ই-কমার্স প্রতিষ্ঠানটির মালিক দম্পতির গ্রেপ্তার-পরবর্তী লেখালেখি ও তর্ক-বিতর্কে দেশে এখন এক প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লিখব কি লিখব না ভাবতেই বেশ কয়টা দিন খরচ হয়ে গেল। এখন ‘দুর্বৃত্ত’ এই পতন প্রায় কোম্পানিটি নিয়ে লিখতে গিয়ে আমার মাথায় ভিড় করেছে বাংলার অনেক প্রবাদবাক্য ও ছোটবেলায় আদর্শলিপিতে পড়া বেশ কিছু উপদেশ বাণী। এগুলো হলো, ‘লোভে পাপ, পাপে মৃত্যু; ভাবিয়া করিও কাজ , করিয়া ভাবিও না; চোর পালালে, বুদ্ধি বাড়ে ও বগা ফান্দে পড়িয়া কান্দে।’
৩ বছর আগে