সন্তানের জন্ম
ফেনীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম!
ফেনীর ছাগলনাইয়ার মধুগ্রামে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার (২৪) নামের এক নারী।
বৃহস্পতিবার বিকালে জেলা শহরের জেড ইউ হাসপাতালে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় এক সাথে পাঁচ সন্তানের জন্ম!
ফারজানা আক্তার ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের মধুগ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। তার স্বামী খাগড়াছড়ির রামগড় শহরের একজন মুদি দোকানি।
নবজাতকদের বর্তমানে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে।
ওই নারীর স্বামী আলমগীর হোসেন জানান, বিয়ের ছয় বছরেও কোনো সন্তান না হওয়াতে হতাশায় ছিলেন তারা।
তিনি তার স্ত্রী ও সন্তানদের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
আরও পড়ুন: বিয়ের ৮ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম
হাসপাতালটির গাইনি বিশেষজ্ঞ রোকসানা বেগমের তত্ত্বাবধানে ওই চার নবজাতকের জন্ম হয়।
ডা. রোকসানা বেগম বলেন,জন্মের পর ওই চার নবজাতককে ফেনীর জেড ইউ মডেল হাসপাতালের এনআইসিইউ রাখা হয়েছে। ওজন স্বাভাবিক থাকায় প্রথম জন্ম নেয়া দুই শিশুকে শুক্রবার মায়ের কাছে দেয়া হবে। তবে অন্য দুই নবজাতকের ওজন কম থাকায় আরও কিছুদিন এনআইসিইউতে রাখতে হতে পারে।
তিনি আরও বলেন, শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায় ২০০০ গ্রাম, দ্বিতীয় জনের ২১০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ১৫০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ১৩০০ গ্রাম। এখন পর্যন্ত সব বাচ্চাই ভালো আছে।
আরও পড়ুন: কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম!
২ বছর আগে
একসঙ্গে ৪ সন্তানের মা হলেন লাক্সমিয়া
যশোরে সাত বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের মা হলেন লাক্সমিয়া (৩০)।যশোর শহরের কুইন্স হসপিটালে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।
বর্তমানে ওই চার নবজাতক ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কুমিল্লায় চার সন্তানের জন্ম দিলেন এক নারী
লাক্সমিয়ার স্বজনরা জানান, ২০১৪ সালে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আবুল বাশারের সাথে একই উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা গ্রামের ইমামুল খার মেয়ে লাক্সমিয়া খাতুনের বিয়ে হয়। অনেকদিন এই দম্পতির কোন সন্তান না হওয়ায় উভয় পরিবারে মধ্যে হতাশা বিরাজ করছিল। এক সময় সন্তানের প্রত্যাশায় তারা চিকিৎসকের শরণাপন্ন হন। অবশেষে হতাশার সকল অবসান ঘটিয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর শহরের বেসরকারি ক্লিনিক কুইন্স হসপিটালে সিজারিয়ানের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন লাক্সমিয়া।
আরও পড়ুন: একসাথে চার সন্তান প্রসব করলেন নোয়াখালীর বৃষ্টি
যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার তার সিজার করেন। এদিকে, চার সন্তানের জন্মের খবরে হাসপাতালে হৈ চৈ পড়ে যায়।
৩ বছর আগে