পথচারী নিহত
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী নামের এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) ভান্ডারিপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
ছবেদ আলী উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ছবেদ আলী নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন।
আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ সপ্তাহ আগে
দিনাজপুরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত
দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় হোসেন আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী (৭০) বিরামপুরের টাটকপুরের মৃত ইছাহাক আলীর ছেলে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য সকাল সাড়ে ৬টার দিকে ঘাস কাটতে যাচ্ছিলেন হোসেন আলী। রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মিনি পিকআপটি। পরে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, লাশ উদ্ধারসহ এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। মিনি পিকআপটিকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছেন তারা।
৫ মাস আগে
পিরোজপুরে পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত
পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া দক্ষিণ সড়কের ইকরি গ্রামের সাহেববাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (বশেমুক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- ঝুমাইয়া আক্তার (৩২) ও হাওয়া (৯)।
আহতরা হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)।
আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় নারীসহ নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে চট্টগ্রামের একটি বাসের অপেক্ষায় সাহেববাড়িতে রাস্তার পাশে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হন এবং বাকি চারজন আহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের বশেমুক হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যান। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৫ মাস আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর এলাকার বাসিন্দা।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, রফিকুল ইসলাম ৫ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে উঠার জন্য হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
তিনি বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
১ বছর আগে
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনায় অভিযুক্ত বিসমিল্লাহ পরিবহনের বাসটি জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ।
আরও পড়ুন: বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাসটি দ্রুতগতিতে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ওই সময় পথচারীরা সড়ক পার হতে গেলে বাসটি তাদের চাপা দেয়।
এ ঘটনায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
মোহাম্মদ জাবেদ বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই দুই পথচারী প্রাণ হারান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যে বাসটি ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে লোকজনের উপর উঠিয়ে দিয়েছিল।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নারী আইনজীবী নিহত
১ বছর আগে
বাগেরহাটে বাসের ধাক্কায় পথচারী নিহত
বাগেরহাট সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার বাগেরহাট-খুলনা মহাসড়কের মাথাভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় ভট্টচার্য (৪২) বাগেরহাট সদর উপজেলার রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টচার্যের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় এক ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক চাপায় নারী এনজিও কর্মী নিহত
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) মো. হাসানুর রহমান জানান, সকাল ৭টার দিকে অজয় ভট্টচার্য বাড়ি থেকে বের হয়ে সিএন্ডবি বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
১ বছর আগে
চট্টগ্রামে দেয়াল ধসে পথচারী নিহত, আহত ১
নগরের জামালখানে দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরের জামালখানের সিকদার হোটেলের পাশের ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক নিহত ও আহত পথচারীর নাম জানা যায়নি।
আরও পড়ুন: গজারিয়ায় ক্রেন ধসে শ্রমিক নিহত
স্থানীয়রা জানান, সিকাদার হোটেলের পাশে এক তলার একটি ভবন ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। বিকালে সড়কের মুখের অংশটি ভাঙার সময় দেয়াল ধসের ঘটনা ঘটে। এ সময় ফুটপাত দিয়ে এক পথচারীর হেঁটে যাওয়ার সময় তার ওপর পড়ে ভাঙ্গা দেয়ালটি। সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, জামালখানে দেয়াল চাপা পড়ে একজন পথচারীর মৃত্যুর খবর পেয়েছি। সেখানে পুলিশ টিম গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ভবনের দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আরও একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে আছি।
আরও পড়ুন: গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত
১ বছর আগে
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। রবিবার উপজেলার শালবাহানহাট ইউনিয়নের কৈমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়া (৪২) উপজেলার শালবাহানহাট ইউনিয়নের সোনাকন্দর এলাকার দেবারু মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: রৌমারীতে ট্রাক্টরের চাপায় যুবক নিহত
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের কৈমারী এলাকায় একটি ট্রাক থেকে মুরগির লিটার (বিষ্ঠা) আনলোড করা হচ্ছিল। জিয়া রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিয়াকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত
২ বছর আগে
পিকআপ ভ্যানের চাপায় গাজীপুরে ৩ পথচারী নিহত
গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর চেলে তোফাজ্জল হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি ও খুলনার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।
আরও পড়ুন: ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের নিহত ৩
তারা সবাই শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করত।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত ও আহতরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির একটি মুরগীবাহী পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান খাদে, লক্ষ্মীপুরে নিহত ১
এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সোমবার মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
৩ বছর আগে