পথচারী নিহত
চকবাজারে দুই বাসের চাপায় পথচারী নিহত
রাজধানীর চকবাজারে বুয়েটের সামনে বকসীবাজার মোড়ে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম জহিরুল হক (৫২)।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জহিরুল পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার ছোট ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতের বোন সিনথিয়া আক্তার জানান, ভাই তার অসুস্থ ছেলেকে দেখতে ঢামেকে আসার পথে বুয়েট ও বকশীবাজার মোড়ের মাঝামাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
১৫০ দিন আগে
খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
খুলনা মহানগরীতে ট্রেনের ধাক্কায় মো. হেলাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলালের (৪৫) বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি পেশায় খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে আটটার দিকে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।
২২০ দিন আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ষোলঘরে বাসের চাপায় ৬৫ বছরের অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত পথচারীর লাশটি উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূ নিহত
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘মিজান পরিরহনের একটি বাস পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘মিজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।’
২২১ দিন আগে
কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক (৪৫) উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
স্থানীয়রা জানায়, নিহত ফজলুল হক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় নাগেশ্বরীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৬৩ দিন আগে
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।
এসময় চালকসহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
নিহত বৃদ্ধ আব্দুল বাকী (৭০) ঘোড়াঘাটের মারুপাড়ার বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সকালে রানীগঞ্জ বাজারে রাস্তা পারাপারের সময় বৃদ্ধে আব্দুল বাকীকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়। চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
২৭৭ দিন আগে
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী নামের এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) ভান্ডারিপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
ছবেদ আলী উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ছবেদ আলী নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন।
আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৩৬৯ দিন আগে
দিনাজপুরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত
দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় হোসেন আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী (৭০) বিরামপুরের টাটকপুরের মৃত ইছাহাক আলীর ছেলে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য সকাল সাড়ে ৬টার দিকে ঘাস কাটতে যাচ্ছিলেন হোসেন আলী। রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মিনি পিকআপটি। পরে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, লাশ উদ্ধারসহ এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। মিনি পিকআপটিকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছেন তারা।
৫১৮ দিন আগে
পিরোজপুরে পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত
পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া দক্ষিণ সড়কের ইকরি গ্রামের সাহেববাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (বশেমুক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- ঝুমাইয়া আক্তার (৩২) ও হাওয়া (৯)।
আহতরা হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)।
আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় নারীসহ নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে চট্টগ্রামের একটি বাসের অপেক্ষায় সাহেববাড়িতে রাস্তার পাশে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হন এবং বাকি চারজন আহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের বশেমুক হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যান। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৫৩০ দিন আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর এলাকার বাসিন্দা।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, রফিকুল ইসলাম ৫ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে উঠার জন্য হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
তিনি বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
৭৪২ দিন আগে
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনায় অভিযুক্ত বিসমিল্লাহ পরিবহনের বাসটি জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ।
আরও পড়ুন: বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাসটি দ্রুতগতিতে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ওই সময় পথচারীরা সড়ক পার হতে গেলে বাসটি তাদের চাপা দেয়।
এ ঘটনায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
মোহাম্মদ জাবেদ বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই দুই পথচারী প্রাণ হারান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যে বাসটি ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে লোকজনের উপর উঠিয়ে দিয়েছিল।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নারী আইনজীবী নিহত
৮৭২ দিন আগে