দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।
এসময় চালকসহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
নিহত বৃদ্ধ আব্দুল বাকী (৭০) ঘোড়াঘাটের মারুপাড়ার বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সকালে রানীগঞ্জ বাজারে রাস্তা পারাপারের সময় বৃদ্ধে আব্দুল বাকীকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়। চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।