মৎস্যজীবী উদ্ধার
৯৯৯ এ কল: সমুদ্রে বিকল ট্রলার থেকে ১৫ মৎস্যজীবী উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে বঙ্গোপসাগরে বিকল ট্রলারে আটকে পড়া তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ১৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে ভাসান চর কোস্টগার্ড।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার
উদ্ধারকারী দলের সদস্য ভাসানচর কোস্টগার্ডের জুনিয়র কমিশন অফিসার (জেসিও) শফিক জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জুয়েল নামে একজন বঙ্গোপসাগরে বিকল ট্রলার থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, তিনিসহ মোট ১৫ জন জেলে একটি ট্রলার যোগে নোয়াখালীর হাতিয়া থেকে গত ২০ সেপ্টেম্বর মেঘনা নদীতে দু’দিন মাছ ধরেন। এরপর তারা সাগরে যান। গত ২৩ সেপ্টেম্বর তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও তারা ইঞ্জিন ঠিক করতে পারেননি। মোবাইল ফোন নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় তারা কাউকে তাদের বিপদের কথা জানাতে পারেননি। এরপর তারা নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন। তিন দিন বিকল নৌযান নিয়ে সাগরে ভাসার পর রবিবার (২৬ সেপ্টেম্বর) তারিখ বিকালে অবশেষে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: কাপ্তাই লেক থেকে ৭ পর্যটক উদ্ধার
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও ভাসানচর কোস্টগার্ডকে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। ৯৯৯ পুলিশ ডিসপাচার সহকারী উপ পরিদর্শক (এএসআই ) মো. তৌহিদুল ইসলাম কোস্টগার্ড ও কলারের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে শুরু করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
সংবাদ পেয়ে ভাসান চর থেকে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়। অবশেষে সন্ধ্যার দিকে কোস্টগার্ড বিকল নৌযানটিকে খুঁজে পায় এবং বিকল নৌযানটিসহ ১৫ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে ভাসানচরে নিয়ে আসা হয়েছে।
৩ বছর আগে