সঙ্গীত
সঙ্গীত পরিচালক আলম খানের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধা
বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলম খান এর স্মরণে এক আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রবিবার সন্ধ্যা ৭ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে মো. খুরশিদ আলম এর কণ্ঠে পরিবেশিত হয় ‘তবলার তেরে তেকে তাক’ ও ‘আজকে না হয় ভালোবাসো আর কোন দিন নয়’ শিরোনামে দুটি একক সংগীত; কণ্ঠশিল্পী স্মরণের কন্ঠে ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’ ও ‘আমি রজনীগন্ধা ফুলের মত’; পান্থ কানাই এর কণ্ঠে ‘ওরে নীল দরিয়া’ ও ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’; রন্টি দাস এর কণ্ঠে ‘মনে বড় আশা ছিল‘ ও ‘কাল তো ছিলাম ভালো’ এবং সম্রাট এর কণ্ঠে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ ও ‘জীবনের গল্প আছে বাকী অল্প’ শিরোনামে সংগীত পরিবেশন করে আলম খানকে স্মরণ করেন শিল্পীরা।
যন্ত্রশিল্পী হিসেবে তবলায় ছিলেন-মিলন ভট্রাচার্য, কিবোর্ডে- রুপতনু, গিটারে-সেলিম হায়দার, বাঁশীতে- মো. মনিরুজ্জামান এবং প্যাডে-ছিলেন পুলক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিনাত জাহান মুন্নি।
অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত বিভাগের পরিচালক আফতাব উদ্দিন হাবলু।
শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান। আলোচনা পর্বে বক্তব্য দেন বিশিষ্ট গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী এবং সংগীত পরিচালক সৈয়দ আব্দুল হাদি, বিশিষ্ট সুরকার শেখ সাদি খান, বিশিষ্ট সংগীত পরিচালক জাহাঙ্গীর হায়াত খান রুমু, বিশিষ্ট কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং প্রয়াত আলম খানের পুত্র আরমান খান ও আদনান খান।
আরও পড়ুন: কলকাতায় দশম সহজিয়া উৎসবে তারকা সমাবেশ
শিল্পকলায় শুরু হলো ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’
২ বছর আগে
আবারও শুরু হলো শুদ্ধসঙ্গীত উৎসব
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে শুদ্ধসঙ্গীত উৎসব। বৃহস্পতিবার সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ধানমন্ডি মিলনায়তনে আয়োজিত ঐতিহ্যবাহী এই সঙ্গীত উৎসব দর্শকরা উপভোগ করতে পারবেন।
রাজধানীর ধানমন্ডি এলাকার ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে দুই দিনব্যাপী শুদ্ধসঙ্গীত উৎসব ১৪২৮ অনুষ্ঠিত হবে। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষক মদন গোপাল দাস ও সতীন্দ্রনাথ হালদারকে।
আরও পড়ুন: করোনা আতঙ্কে ‘শান’এর মুক্তি পেছাল
বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টার পর্যন্ত চলা এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল, রেজোয়ান আলী, শেখর মন্ডল ও অভিজিৎ কুন্ডুসহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা।
শুক্রবার শেষ দিন অনুষ্ঠানের প্রথম অধিবেশন সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ সময় আলাউদ্দিন মিয়া, বিজন চন্দ্র মিস্ত্রী প্রমুখের পরিবেশনা থাকবে।
সমাপনী দ্বিতীয় অধিবেশন বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অসিত দে, অর্পিতা চক্রবর্তী ও অন্যান্য শিল্পীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: বছরের শুরুতে নতুন লুক ও চমক নিয়ে আফরান নিশো
২০২০ সালের প্রথম দিকে বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে ছায়ানট সশরীরে সমস্ত অনুষ্ঠান সীমিত করে। এরপর থেকে তারা ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করে আসছে।
২ বছর আগে
শুরু হলো রবি-গান বাংলার ‘রিদম অনলাইন’ সিজন ২
জনপ্রিয় মিউজিক্যাল শো ‘রবি রিদম অনলাইন’ এর সিজন-২ শুরু হয়েছে। গত বছর অসাধারণ সাফল্যের পর সংগীতপ্রেমীদের জন্য আবারও এ শো নিয়ে এসেছে রবি ও দেশের প্রথম সঙ্গীত চ্যানেল গান বাংলা।
সোমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিদম অনলাইন একটি সাপ্তাহিক সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টায় রবি ও গান বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হয়। এরই মধ্যে দ্বিতীয় সিজনের পাঁচটি পর্ব লাইভ সম্প্রচার করা হয়েছে। অনুষ্ঠানটির পরবর্তী পর্ব সম্প্রচার করা হবে আগামী ১ অক্টোবর রাত ৯টায়। ওই পর্বে সরাসরি পারফর্ম করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসিব।
আরও পড়ুন:অসুস্থ সঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার পাশে ছাত্রলীগ সভাপতি
দ্বিতীয় সিজনে ইতোমধ্যে পারফর্ম করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা, মিজান, ডোরা, শামীম, ঐশী ও প্রিয়। রবি ও গান বাংলা ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান চলাকালে গান গাওয়ার পাশাপাশি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন শিল্পীরা।
এছাড়া রিদম অনলাইন অনুষ্ঠানের আগে রবির ফেসবুক পেজে প্রাসঙ্গিক পোস্টটিতে কমেন্ট করে দর্শকরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা ও তাদের প্রিয় গানটি শোনার জন্য অনুরোধ করতে পারবেন। আমন্ত্রিত অতিথিরা প্রতিটি গানের পেছনে তাদের ব্যক্তিগত বা পেশাগত নানা গল্পও শোনাবেন দর্শকদের।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী ও সুরকার নকীব খান করোনায় আক্রান্ত
রবি এবং গান বাংলা একত্রিত হয়ে গত বছর অনুষ্ঠানটির প্রথম সিজন চালুর মধ্য দিয়ে সঙ্গীতপ্রেমিদের জন্য ঘরে বসে বিনোদনের এক নতুন মাধ্যম তৈরি করে। ২০২০ সালের আগস্ট মাসে শুরু হওয়া প্রথম সিজনটি তিন মাস সম্প্রচারিত হয়। চিরকুট, বালাম, ফাহমিদা নবী, আরফিন রুমি’র মত জনপ্রিয় অনেক সংগীত শিল্পী এবং ব্যান্ড প্রথম সিজনে পারফর্ম করেছিলেন। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনটি আরও বিনোদনে ভরপুর এবং আরও বড় আয়োজনে সম্প্রচারিত হচ্ছে।
আরও পড়ুন: ২০ ব্যান্ড দল নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘স্বাধীনতা সঙ্গীত উৎসব’
৩ বছর আগে