থটস অফ শামস
থটস অফ শামস: মজার সব চরিত্রে এককভাবে অভিনয়কারী প্রতিভাবান কন্টেন্ট নির্মাতা
সোশ্যাল মিডিয়াগুলোতে অভিনব ও ফ্রেশ কন্টেন্ট নির্মাণ বাংলাদেশে নতুন নয়। কিন্তু এর উপর ভিত্তি করে ক্যারিয়ার গঠনের ধারণাটি একই সাথে চমকপ্রদ ও সম্ভাব্যতার প্রশ্নের যোগান দিচ্ছে। তাই বিশ্বমানের এই ক্যারিয়ারের সাথে বাংলাদেশ কেবল মানিয়ে নিতে শুরু করেছে। তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট নির্মাণের মাধ্যমে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে। থটস অফ শামস তেমনি একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ, যেটি মজার সব ভিডিওর মাধ্যমে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
আজকের ফিচারটি এই থটস অফ শামসকে কেন্দ্র করেই।
বাংলাদেশি নারী ইউটিউবার শামস-এর ব্যক্তি জীবন
থটস অফ শামস-এর নেপথ্যের মানুষটি সবার নিকট শামস নামেই পরিচিত; পুরো নাম শামস আফরোজ চৌধুরী। কাছের প্রিয়জনরা তাকে প্রভা নামে ডাকে।
আরও পড়ুন: হৈচৈ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম: বিশ্বজুড়ে বাঙালির কোটি প্রাণের স্পন্দন
কুমিল্লার মেয়ে শামস ২০০৯-এ এইচএসসি’তে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বিবিএ’তে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এখানে গ্রাজুয়েশন শেষ করে ২০১৩ সালে একটি বেসরকারি ব্যাংকে যোগ দেন ইন্টার্নীর জন্য।
২০১৮তে এই মেধাবী ছাত্রী এমবিএ সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনের শুরুতে শামস একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন।
কন্টেন্ট নির্মাণ এবং দাম্পত্য জীবন একসাথে শুরু হলেও দুটোর কোনটাই পরস্পরের জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি শামসের ক্ষেত্রে।
আরও পড়ুন: রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
শামসের কন্টেন্ট নির্মাতা হয়ে ওঠার গল্প
এমবিএ চলাকালে বিসিএস ও ব্যাংকে চাকরীর জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন শামস। একের পর এক জবের জন্য আবেদনের পরেও কোথাও থেকে আশানুরূপ কোন সাড়া আসছিলো না। বরং প্রতিটি ইন্টারভিউ থেকে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছিলো।
বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে কর্মরত অবস্থায় নিজের কাজের সঠিক মূল্যায়ন পাচ্ছিলেন না। এভাবে বাংলাদেশের চাকরীর চিরাচরিত দৌরাত্ম্যে জড়িয়ে গিয়ে ক্যারিয়ার নিয়ে বেশ হতাশায় পড়ে যান শামস।
২০১৭ এর ২৩ আগষ্ট থটস অফ শামস নামে ফেসবুক পেজ তৈরি করে সেখানে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে লেখালেখি শুরু করেন। একদিন হঠাৎ চিন্তা আসে যে, লেখা কন্টেন্টগুলো নিয়ে ভিডিও বানালে কেমন হয়! এই ভাবনা থেকেই নিজের লেখা কন্টেন্টগুলোতে দারুণ হাস্যরস মিশিয়ে ভিডিও বানাতে শুরু করে দেন। ২০১৮ সালের ২২ জানুয়ারি থটস অফ শামস টাইটেল দিয়ে খুলে ফেলেন একটি ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন: ঈদুল আজহার শীর্ষ ১০ জনপ্রিয় বাংলা নাটক
শামস বর্তমানে ৪৩০ হাজার গ্রাহকের ইউটিউব চ্যানেল এবং ২.৩ মিলিয়ন ফলোয়ার-এর ফেসবুক পেজ-এর মালিক।
৩ বছর আগে