খেলোয়াড়
রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
ম্যানচেস্টার ইউনাইটেড মঙ্গলবার জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবটি ছেড়ে যাবেন। তার পরনে থাকছে না আর ক্লাবটির জার্সি।
৩৭ বছর বয়সী এই খেলোয়াড় বিশ্বকাপের প্রাক্কালে ক্লাবটির ম্যানেজার এরিক টেন হ্যাগ ও মালিকদের সমালোচনা করে এক সাক্ষাৎকার দেন।
গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড বলেছিল যে তারা রোনালদোর মন্তব্যের প্রতিক্রিয়ায় যথাযথ পদক্ষেপ শুরু করেছে।
ক্লাবটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো পারস্পরিক চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে। ক্লাব ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে তার অপরিসীম অবদানের জন্য তাকে ধন্যবাদ জানায়। যেখানে তিনি ৩৪৬টি ম্যাচে ১৪৫ গোল করেন।’
ভবিষ্যতের জন্য তার ও তার পরিবারের মঙ্গল কামনাও করেছে ক্লাবটি।
আরও পড়ুন: করোনাভাইরাস: কোয়ারেন্টাইনে ক্রিশ্চিয়ানো রোনালদো
করোনাভাইরাস: জুভেন্টাস থেকে ১০০ মিলিয়ন ডলার বেতন নিবে না রোনালদোরা
ম্যারাডোনা সর্বকালের সেরাদের একজন: রোনালদো
২ বছর আগে
নিউজিল্যান্ডে সব বাংলাদেশি খেলোয়াড় করোনা নেগেটিভ
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশে দলের সব সদস্য করোনা নেগেটিভ এসেছেন বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।
সব খেলোয়াড় ভাইরাস থেকে মুক্ত হওয়ায় মঙ্গলবার থেকে তারা বাইরে অনুশীলনের অনুমতি পাবেন।
খালেদ মাহমুদ বলেন, ‘আমরা মঙ্গলবার থেকে লিংকন ইউনিভার্সিটির মাঠে অনুশীলন শুরু করব। সেখানে জিমের সুবিধাও পাব। আমাদের এখন টিম হোটেলে যাওয়ার এবং সব স্বাভাবিক কাজ করার অনুমতি দেয়া হয়েছে।’
এছাড়া সব খেলোয়াড় করোনা নেগেটিভ হওয়ায় এই সিরিজ নিয়ে সব শঙ্কাও দূর হয়েছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, যদি বাংলাদেশি কোনো খেলোয়াড় করোনা পজেটিভ হন এবং নিউজিল্যান্ড কোয়ারেন্টাইনের সময় আরও বাড়ায় তাহলে এ সিরিজের সূচি পরিবর্তিত হতে পারে।
এটা নিউজিল্যান্ডে টাইগারদের তৃতীয় করোনা পরীক্ষা। এর আগে দুই পরীক্ষায় সব খেলোয়াড় করোনা নেগেটিভ হন। তবে বাংলাদেশি স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজেটিভ হন।
বাইরে অনুশীলনের আগে বাংলাদেশ দলকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু রঙ্গনা হেরাথ করোনা পজেটিভ হওয়ার পর কোয়ারেন্টাইনের সময় বৃদ্ধি করা হয়।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ১ জানুয়ারি এবং দ্বিতীয় ম্যাচ ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বাংলাদেশের স্পিন বোলিং কোচ করোনায় আক্রান্ত
নারী ক্রিকেট দলের আরেক সদস্য করোনা আক্রান্ত
৩ বছর আগে
বৃষ্টিতে শৈশবে ফিরে গেলেন সাকিব
রবিবার দুপুরে যখন বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড়রা নিজেদের ড্রেসিংরুমে বসে বৃষ্টি থামলে পুনরায় টেস্ট খেলা শুরু করার অপেক্ষায় ছিলেন, সাকিব আল হাসান তখন অন্য কিছু করছিলেন।
মাঠের যে অংশে উইকেটের পিচ রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢাকা ছিল, সাকিব খালি পায়ে হেঁটে সেখানে যান।
তারপর তিনি যা করেছেন, গ্যালারিতে ক্রিকেট ম্যাচ দেখতে আসা কয়েকশ’ উৎসুক দর্শকদের বিনোদন দেয়ার জন্য তা যথেষ্ট ছিল।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা, যাবেন না সাকিব
৩ বছর আগে
কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত
আইপিএলের শুরু থেকে করোনার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ফলে সোমবারের কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের মধ্যকার নির্ধারিত ম্যাচটি পেছানো হয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গত চার দিনে আইপিএল কর্তৃপক্ষ এ দুই খেলোয়াড়ের ৪টি পরীক্ষা করিয়েছেন যার মধ্যে শেষ পরীক্ষায় বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আরও পড়ুন:করোনায় ১৭২০ ক্রিকেটারের পাশে বিসিবি
বর্তমানে এ দুজন খেলোয়াড়কে আইসোলেশনে রাখা হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে বাকি খেলোয়াড়দের কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: এক ফরম্যাট থেকে অবসর নিতে চান তামিম ইকবাল
এ ব্যাপারে ভবিষ্যৎ কোনো স্বাস্থ্য জটিলতা এড়ানোর জন্য আইপিএল মেডিকেল কর্তৃপক্ষ নিবিড় এবং নিত্য পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। আইপিএলে করোনা শনাক্তের ঘটনা এই প্রথম।
আরও পড়ুন: ক্যান্ডি টেস্ট: টাইগারদের রথে শিথিলতা এনে দিল অভিষিক্ত জয়াবিক্রম
করোনা মহামারিতে দেশগুলোর মধ্যে বেশি খারাপ অবস্থানে রয়েছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।
৩ বছর আগে
মানিকগঞ্জে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সংস্থার সহায়তা প্রদান
মানিকগঞ্জ জেলার নিয়মিত ও সাবেক খেলোয়াড়দের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
৪ বছর আগে
চুক্তিতে না থাকা খেলোয়াড়দের জন্য বিসিবির আর্থিক সহায়তা ঘোষণা
যেসব খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কেন্দ্রীয় বা প্রথম শ্রেণির চুক্তিতে নেই তাদের জন্য এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
৪ বছর আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারকালে ঘানার ২ খেলোয়াড় গ্রেপ্তার
ইয়াবা পাচারের দায়ে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে দুই বিদেশি নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাড়ে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
৪ বছর আগে