যেসব খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কেন্দ্রীয় বা প্রথম শ্রেণির চুক্তিতে নেই তাদের জন্য এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ড সভাপতি নাজমুল হাসান চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নাজমুল হাসান বলেন, খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় যেসব ক্রিকেটার বিসিবির চুক্তিতে নেই তাদের আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। তারা হয়তো নিজেদের প্রিমিয়ার লিগ ক্লাব থেকে আংশিক পারিশ্রমিক পেয়েছেন। সেই সব খেলোয়াড়দের জন্য এ সহায়তা।
কমপক্ষে ৬০ খেলোয়াড় এ আর্থিক সহায়তা পাবেন বলে বিসিবির একটি সূত্র মিডিয়াকে জানিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।