আর্ট ক্যাম্প ও প্রদর্শনী
এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আর্ট ক্যাম্প
নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিল্পী সুলতানের প্রতিষ্ঠিত শিশুস্বর্গ ভবনে এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় এ আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এই আর্টক্যাম্পে ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও নড়াইলের বিভিন্ন আর্ট কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ৩৬ জন চারুকলার ছাত্র অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন: শিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী আজ
জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু,এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অশোক শীল, বর্তমান অধ্যক্ষ অনাদী বৈরাগী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন: অব্যবস্থাপনায় নষ্টের পথে চিত্রশিল্পী এস এম সুলতানের চিত্রকর্ম
৩ বছর আগে