স্বামীর স্বীকারোক্তি
স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামীর স্বীকারোক্তি
বিয়ের দুই মাসের মাথায় চাঁদপুর সদর উপজেলার লালপুর গ্রামে দাম্পত্য কলহের জেরে নববধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী।
অভিযুক্ত স্বামী বৃহস্পতিবার আদালতে এ হত্যার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
নিহত আমেনা আক্তার (২০) উপজেলার মধ্যমচর গ্রামের এনাল হক প্রধানিয়া মেয়ে।
আরও পড়ুন: আশুলিয়ায় চলন্ত বাসে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: একজনের স্বীকারোক্তি, ৫ জন রিমান্ডে
অভিযুক্ত স্বামী শামীম গাজী (২৩) উপজেলার লালপুর গ্রামের মান্নান গাজীর ছেলে।
চাঁদপুর মডেল থানা উপপরিদশর্ক (এসআই) শাহরিন হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে বিষ্ণুপুর থেকে হত্যা মামলার আসামি শামীম গাজীকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: ‘গালাগাল’ করায় সাবেক চেয়ারম্যানকে খুন,গৃহকর্মীর স্বীকারোক্তি
এলাকাবাসীর বরাতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান, দুই মাস আগে উপজেলার মধ্যমচর গ্রামের এনাল হক প্রধানিয়ার মেয়ে আমিনার সাথে লালপুর গ্রামের মান্নান গাজীর ছেলে শামীম গাজীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে গত ২৭ সেপ্টেম্বর তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে এবং এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। এরপর থেকে শামীমসহ পরিবারের সবাই গা ঢাকা দেয়।
আরও পড়ুন: ও লেভেল শিক্ষার্থীকে ‘ধর্ষণ ও হত্যা’: মামলায় আসামির স্বীকারোক্তি
এদিকে, এই ঘটনায় নিহত আমেনার বড় ভাই সুমন বাদী হয়ে নিহতের স্বামী শামীম গাজী, আল আমিন গাজী (৩৫) ও শাহ আলম (৩০) সহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
৩ বছর আগে