জেলে নিহত
ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নিহত
ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। এতে অপর এক জেলে আহত হয়েছে।
শনিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত মো. কামাল জমাদ্দার (৪০) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা এবং আজিজ জমাদারের ছেলে।
আহত ইউছুফ একই ইউনিয়নের জসিম ঢালীর ছেলে। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে স্থানীয় জেলে ইউসুফ ও কামাল নামে দুই জেলে মাছ ধরছিলেন। এসময় একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে কামাল মাঝির নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক আহত জেলে ইউসুফ মাঝি সাঁতরে তীরে উঠে আসেন।
কিন্তু কামাল মাঝির কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযানে নামেন এবং দুপুর ২টার দিকে নিখোঁজ কামাল মাঝির লাশ উদ্ধার করেন।
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে জেলে নিহতের ঘটনায় ৮ ড্রেজার শ্রমিক আটক
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত
মুন্সীগঞ্জে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে জেলে নিহত
মানিকগঞ্জের যমুনায় ইলিশ ধরতে গিয়ে জেলে নিহত
২ বছর আগে
বিয়ানীবাজারে জেলে নিহতের ঘটনায় ৮ ড্রেজার শ্রমিক আটক
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে আট জন ড্রেজার শ্রমিককে আটক করেছে পুলিশ।
নিহত জেলে আব্দুল হাসিব (৪০) বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসির কোনাপাড়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে দিয়ে দেশে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ২১
আটকরা হলেন, বাহ্মণবাড়িয়া জেলা পলিশ্বর এলাকার কাদির মিয়ার ছেলে রশিদ মিয়া (২৪), সুনামগঞ্জ জেলার ফয়জুলপুর এলাকার নুরুল হকের ছেলে মনির হোসেন (২৪), নুরুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), আক্তার মিয়ার ছেলে আলম মিয়া (২৫), কিশোরগঞ্জ জেলার মর্দাপাড়া এলাকার গিয়াস গাজীর ছেলে রাসেল গাজী (২০), ছাত্তার মিয়ার ছেলে মনির মিয়া (২২), কুতুব উদ্দিনের ছেলে তানভীরুল ইসলাম (২০) ও নরসিংদী জেলার আইয়ুবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে কামাল হোসেন (৩৬)।
স্থানীয়রা জানান, কুশিয়ারা নদীতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মাছ শিকারের ফাঁকে ড্রেজার শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয় জেলে আব্দুল হাসিবের। একপর্যায়ে ড্রেজার শ্রমিকদের ইটের আঘাতে আব্দুল হাসিব পানিতে পড়ে যান। রাতভর তার খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে বিয়ানীবাজার থানা পুলিশ তার উদ্ধার করে।
আরও পড়ুন: বগুড়ায় হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক ১৭
এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিহত হাসিবের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় আট ড্রেজার শ্রমিককে আটক করা হয়েছে। এখনো থানায় কেউ মামলা দায়ের করেনি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী হাসাপাতালে পাঠানো হয়েছে।
২ বছর আগে
হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারগোটা হাওরে শনিবার ভোরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এসময় আরও এক জন আহত হন।
নিহত মো. হায়াতুন মিয়া (৪০) উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মালি হোসেনের ছেলে।
আহত মো. ইসহাক মিয়া তিনি ও একই গ্রামের তারা মিয়ার ছেলে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বজ্রপাতে ব্যক্তি নিহত, আহত ৪
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ভোরে পাঁচ জন জেলে মিলে ছোট নৌকায় করে কালিয়ারগোটা হাওরে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চিলমারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
৩ বছর আগে