ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। এতে অপর এক জেলে আহত হয়েছে।
শনিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত মো. কামাল জমাদ্দার (৪০) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা এবং আজিজ জমাদারের ছেলে।
আহত ইউছুফ একই ইউনিয়নের জসিম ঢালীর ছেলে। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে স্থানীয় জেলে ইউসুফ ও কামাল নামে দুই জেলে মাছ ধরছিলেন। এসময় একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে কামাল মাঝির নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক আহত জেলে ইউসুফ মাঝি সাঁতরে তীরে উঠে আসেন।
কিন্তু কামাল মাঝির কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযানে নামেন এবং দুপুর ২টার দিকে নিখোঁজ কামাল মাঝির লাশ উদ্ধার করেন।
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে জেলে নিহতের ঘটনায় ৮ ড্রেজার শ্রমিক আটক
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত