নাট্যশালা
পুনঃমঞ্চায়ন হলো মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘ঘুমনেই’
দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ মহিলা সমিাতর ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রবিবার সন্ধ্যা সাড়ে ছটায় মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা নাসির উদ্দীন ইউসুফ রচিত এবং জন মার্টিন নির্দেশিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুমনেই’ এর পুনঃমঞ্চায়ন উদ্বোধন করলেন বিশ্ব আইটিআই এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নির্দেশক ‘ঘুমনেই’নাটকের নাট্যকার নাসির উদ্দীন ইউসুফ, ড. মো. জাকেরুল আবেদীন ও ড. মো. তাজুল ইসলাম।
আরও পড়ুন: শুরু হলো রবি-গান বাংলার ‘রিদম অনলাইন’ সিজন ২
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি এ্যাডভোকেট আফজাল হোসেন। শিল্পী আফজাল হোসেনকৃত ‘ঘুমনেই’এর পোস্টার এর সামনে মঙ্গল প্রদ্বীপ জ্বালিয়ে অতিথিরা এ নাটকের পুনমঞ্চায়ন উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় রামেন্দু মজুমদার বলেন, আমাদের বারবার মুক্তিযুদ্ধের কাছে ফিরে যাওয়া প্রয়োজন। মুক্তিযুদ্ধে জয় পাওয়া মানে শুধু দেশ বা পতাকা পাওয়া নয়; একইসঙ্গে আমাদের আমাদের সেই মূল্যবোধটা পাওয়া। এজন্যই মুক্তিযুদ্ধের কাছে আমাদের বারবার ফেরা উচিত। সেদিক থেকে আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন অনুসঙ্গ নিয়ে নাটক হতে পারে। মুক্তিযুদ্ধের নতুন নতুন দিক নিয়ে নাট্যকাররা লিখতে আগ্রহী হবেন এমনটাই প্রত্যাশা। যেন আমাদের সেই মূল্যবোধটা আবার ফিরে আসে।
আরও পড়ুন: হৈচৈ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম: বিশ্বজুড়ে বাঙালির কোটি প্রাণের স্পন্দন
৩ বছর আগে