ত্রিভুজ প্রেমের গল্প
‘পরাণ’: সত্য কাহিনীর ওপর নির্মিত ত্রিভুজ প্রেমের গল্প
লকডাউন শেষ হওয়ার সাথে সাথে মুক্তির অপেক্ষা শেষ হতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমার। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটির শ্যুটিংয়ের পুরো কাজটি সম্পন্ন হয় ২০১৯ সালে। ২০২০ এর ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় ছিল রোমান্টিক সিনেমাটি। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপের কারণে সিনেমাটির শুভ মহরত পিছিয়ে যায়। তবে তার আগেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেয় ২০২০ এর ২ ফেব্রুয়ারি’তে প্রকাশিত চলচ্চিত্রটির টিজার ট্রেইলারটি। সিনেমাটির পটভূমির বিশেষত্ব এবং ১ মিনিট ২০ সেকেন্ডের রুদ্ধশ্বাস টিজারটি দর্শকদের মনে দারুণ উন্মাদনা সৃষ্টি করে। সেই পটভূমিসহ সিনেমাটির ব্যাপারে কিছু কথা থাকছে এবারের বিনোদনধর্মী ফিচারটিতে।
পরাণ সিনেমায় যারা অভিনয় করেছেন
ত্রিভুজ প্রেমের এই গল্পটিতে কেন্দ্রীয় চরিত্রে একজন কলেজছাত্রী হিসেবে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী বিদ্যা সিনহা সাহা মীমকে। লাক্স চ্যানেল আই সুপারস্টার-খ্যাত এই অভিনেত্রী বড় পর্দায় যাত্রা শুরু করেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে।
আরও পড়ুন: থটস অফ শামস: মজার সব চরিত্রে এককভাবে অভিনয়কারী প্রতিভাবান কন্টেন্ট নির্মাতা
মীম-এর বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে থাকছেন ‘স্বপ্নজাল’ খ্যাত তারকা ইয়াশ রোহান এবং ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটা মডেল-কাম-অভিনেতা শরীফুল রাজ। নতুন হয়েও নিজের স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন ইয়াশ রোহান।
অন্যদিকে শরিফুল রাজ অভিনীত আইসক্রিম ও ন-ডরাই দুটি চলচ্চিত্রই দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি-এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমাতে ইয়াশ রোহান ও শরিফুল রাজ একসাথে কাজ করেছেন।
এছাড়াও পরাণ সিনেমায় অন্যান্য চরিত্রে কাজ করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিক, লুৎফর রহমান জর্জ, মিলি বাসার এবং রাশেদ মামুন অপু।
আরও পড়ুন: মানসপটে সালমান শাহ ও কিছু বাংলা সিনেমার কিংবদন্তি বনে যাওয়া
সিনেমা নিয়ে পরিচালক রায়হান রাফির আশাবাদ
‘দহন’ ও ‘পোড়ামন’ চলচ্চিত্রগুলোর মাধ্যমে ঢালিউড মুভি ইন্ডাস্ট্রিতে পরিচালক রায়হান রাফি খুব কম সময়ের মধ্যেই একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। স্কুল জীবন থেকে বানিয়ে বানিয়ে গল্প বলার বাতিক ছিল তাঁর। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ তাঁর আদর্শ। স্বভাবতই লক্ষ্য-উদ্দেশ্য স্থির করেই প্রতিটি সিনেমার কাজ শেষ করেন তিনি। সেই সূত্রে, বড় পর্দার জন্য বানানো ‘পরাণ’ সিনেমা নিয়ে রায়হান রাফি বেশ আশাবাদী।
ওটিটির নতুন যুগে সবাই যখন সিনেমা নিয়ে অনলাইন মাধ্যমগুলোতে ছুটছে তখন তিনি তাঁর পরিকল্পনা ঠিক রেখেই সামনে এগুচ্ছেন। করোনাভাইরাসের প্রকোপে অনাকাঙ্ক্ষিতভাবে সিনেমা-হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলেও তিনি নিরুৎসাহিত হয়ে যাননি। দর্শকদের সিনেমা-হলমুখী করার জন্য ‘পরাণ’ সিনেমার পাশাপাশি তিনি ‘দামাল’ ও ‘ইত্তেফাক’ নামে আরও দুটি চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছেন।
পড়ুন: হৈচৈ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম: বিশ্বজুড়ে বাঙালির কোটি প্রাণের স্পন্দন
পরাণ সিনেমার নেপথ্যের গল্প
ঘটনার প্রেক্ষাপট ২০১৯ সালের ২৬ জুন। বরগুনা সরকারি কলেজের সামনে স্বামী রিফাতকে সন্ত্রাসীদের ধাঁরালো অস্ত্র দিয়ে হামলা থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলো স্ত্রী মিন্নি। এই ভয়াবহ ভিডিও ফুটেজটি সামাজিক ও গণমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।
প্রায় দুই মাসব্যাপী পুলিশি তদন্ত শেষে মিন্নিকে প্রধান সাক্ষী ও সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়নবন্ডকে প্রধান আসামি করে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে বেরিয়ে আসে রিফাত হত্যার চাঞ্চল্যকর সব তথ্য।
পড়ুন: ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
রিফাত ও নয়ন দুজনের সঙ্গেই বৈবাহিক সম্পর্ক ছিল মিন্নির। মিন্নির জন্মদিনের এক ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা নিয়ে স্বামী রিফাতের আপত্তি থেকে রিফাত ও মিন্নির মাঝে মনোমালিন্য শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্নিকে শারীরিকভাবে আঘাত করে রিফাত। ফলে প্রতিশোধ নেয়ার জন্যই মিথ্যে নাটক সাজিয়ে মিন্নি নয়নবন্ডকে দিয়ে রিফাতকে হত্যা করায়।
মূলত এই কাহিনীকে কেন্দ্র করেই চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফি ও শাহজাহান সৌরভ।
শেষাংশ
বাস্তবতার নিরিখে রচিত চলচ্চিত্র পরাণ শুধু একটি ত্রিভুজ প্রেমের গল্প নির্ভর সিনেমা নয়। বরং সমসাময়িক সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের এক ভয়ানক দৃষ্টান্ত। সিনেমাটির মাধ্যমে দর্শকদের নিকট পরিচালক রায়হান রাফি’র সমাজ সংস্কারমূলক কন্টেন্টের ধারাবাহিকতায় একটি টান টান উত্তেজনাকর বিনোদন উপস্থাপিত হবে। ইতোমধ্যে ‘জানোয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে আমজনতার বিবেক নাড়িয়ে দিয়েছেন রায়হান রাফি। সেই আলোকে পরাণ সিনেমাটিও একটি সত্য ঘটনার সৃজনশীল প্রতিফলন হতে পারে।
পড়ুন: ঈদুল আজহার শীর্ষ ১০ জনপ্রিয় বাংলা নাটক
৩ বছর আগে