অমিতাভ রেজা
'আয়নাবাজি' এখন ওটিটির পর্দায়
নির্মাতা অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’। ক্যারিয়ারে দীর্ঘদিন অপেক্ষার পর বড়পর্দায় অভিষেক দিয়েই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে খরার সময় ‘আয়নাবাজি’ নতুন এক সম্ভাবনা তৈরি করে। এবার ‘আয়নাবাজি’ দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর পর্দায়।
চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় যা দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। চঞ্চল চৌধুরী তার অসাধারণ অভিব্যক্তি, বুদ্ধিমত্তা ও বহুমুখী চরিত্রে অভিনয়ের পারদর্শিতাকে অসাধারণভাবে কাজে লাগিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন এই চলচ্চিত্রে। অভিনয় শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্রটির গল্প ও সিনেমাটোগ্রাফি দিয়ে সব দর্শকের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিল।'আয়নাবাজি' তার অতুলনীয় সিনেমাটিক অভিজ্ঞতা দিয়ে ৭টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। সিনেমাটি এখন হইচইতে তার এক্সক্লুসিভ স্ট্রিমিং-এর মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করতে যাচ্ছে। এটি ২০১৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত একটি যুগান্তকারী চলচ্চিত্র।
এই চলচ্চিত্রটি তার অনবদ্য গল্প দিয়ে দর্শকদের মনে একটি ঘোর সৃষ্টি করে যা দর্শকদের সিনেম্যাটিক জার্নিতে একটি ভিন্নমাত্রা যোগ করে যা দর্শকরা আগে কখনও দেখেননি। তাছাড়া এর অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং সাউন্ডস্কেপগুলো দর্শকের আবেগকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। ৭টি জাতীয় চলচ্চিত্রের পাশাপাশি ২০১৬ সালে সব স্তরের দর্শকের মন জয় করে নিয়েছিল এই চলচ্চিত্র।
৯ মাস আগে
১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার ২’
এ বছরে সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’। যার প্রথম পর্ব ‘হইচই’-এ মুক্তি পায় ১৯ আগস্ট। যেখানে মূল চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। বরাবরের মতো এবারও তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের।
২৫০ বছর ধরে তার বেঁচে থাকার রহস্যে ডুবে ছিল দর্শক। এই রহস্য উন্মোচন হবে সিরিজের দ্বিতীয় পর্বে। দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটছে শিগগিরই।
আরও পড়ুন: ২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী
১৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘কারাগার ২’।
সম্প্রতি ‘হইচই’-এ মুক্তি পাবে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোধ’-এর শেষ পর্বে জানানো হয় ‘কারাগার ২’-এর মুক্তির তারিখ।
এছাড়াও পরিচালকও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
‘কারাগার’-এ অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, নাঈম, ফারিণ, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
প্রথম পর্বের গল্পে দেখা যায় ২৫০ বছর ধরে জীবিত চঞ্চল চৌধুরী। ৫০ বছর ধরে জেলে বন্দি তিনি।
দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। গায়ে কালশিটে দাগ। কথাও বলতে পারছে না।
ইশারায় বোঝান তিনি মীরজাফরের খুনি।
এই সব রহস্যের উন্মোচন হবে ‘কারগার’-এর দ্বিতীয় পর্বে।
আরও পড়ুন: ‘হাওয়া’য় মেতেছে দর্শক
‘হাওয়া’ এপিঠ ওপিঠে এরফান মৃধা শিবলু
২ বছর আগে
নিউইয়র্কে প্রিমিয়ার হচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার
অমিতাভ রেজা চৌধুরীর বহুল আলোচিত ছবি ‘রিকশা গার্ল’ আগামী ৫ মে নিউইয়র্কে প্রিমিয়ার হতে যাচ্ছে।
বায়োস্কোপের নির্বাহী পরিচালক (সিইও) রাজ হামিদ জানিয়েছেন, বায়োস্কোপ ফিল্মসের আয়োজনে শহরটির বিখ্যাত প্রেক্ষাগৃহ 'ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা'তে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
প্রিমিয়ার অনুষ্ঠানে অমিতাভ, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী নভেরা রহমান, মোমেনা চৌধুরীসহ অনেকেই উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ঈদুল ফিতরের সিনেমা ২০২২: বড় পর্দার আয়োজন
রাজ হামিদ বলেন, ‘ম্যানহাটনের ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’থিয়েটার নিজেই একটি ইতিহাস। রেড কার্পেটের অনুষ্ঠানসহ দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা সব আয়োজন করেছি।
প্রিমিয়ারে উপস্থিত দর্শকরা সিনেমার কলাকুশলীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনে অংশ নেয়ারও সুযোগ পাবেন।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত এবং অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের পাশাপাশি তিনিও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: অনেকবার বাধার মুখে পড়েছি কিন্তু হাল ছাড়িনি: বান্নাহ
আগামী ৬ থেকে ১২ মে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘রিকশা গার্ল’ প্রদর্শিত হবে। এরপর আমেরিকার ১৯টি রাজ্যের ৫২টি শহরে সিনেমাটি চলবে।
ছবিটিতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র।
২ বছর আগে
আমেরিকার প্রেসকট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অমিতাভ রেজার 'রিকশা গার্ল'
কোন চলচ্চিত্রের বিচারক মহল যখন বিশ্বের সর্বোচ্চ মাত্রার হয়, তখন সেই চলচ্চিত্রের পরিপূর্ণতার পরিধি কেমন হতে পারে! অবিসংবাদিত হলেও সেই সীমারেখায় পৌঁছার চেষ্টায় স্বপ্ন বিপণী খুলে বসে প্রতিটি চলচ্চিত্র পরিচালক। এ যেন স্বপ্নের ফেরিওয়ালাদের এক নয়নাভিরাম প্রতিযোগিতা। আর বাংলাদেশের মত দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র একটি দেশের জন্য সেই রেসের পথ আরও দীর্ঘ হয়ে যায়। এমনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে হলিউডের দেশ আমেরিকার প্রেসকট চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হলো বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’। চলুন, দেশের বাইরেও ব্যাপকভাবে সমাদৃত এই চলচ্চিত্রটির ব্যাপারে কিছু তথ্য জেনে নেয়া যাক।
‘রিকশা গার্ল’ সিনেমার গল্প
বাংলাদেশের নিম্নবিত্ত পরিবারের মেয়ে নাঈমা। অসুস্থ বাবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে সংসার চালানোর জন্য। চিরাচরিত পুরুষ শাসিত সমাজের নিষ্পেষণে পড়ে ছেলে সেজে রিক্সা চালাতে শুরু করে। একদিন হঠাৎ এক দুর্ঘটনায় রিক্সার কিছু অংশ ভেঙ্গে রিক্সাটি বিকল হয়ে পড়ে। সেই ভাঙা অংশ মেরামত করতে গিয়ে নাঈমা জড়িয়ে যেতে থাকে আরেক যুদ্ধে।
এভাবেই নাঈমার পরিবারটিকে তুলে ধরা হয়েছে বাংলাদেশের হাজার হাজার হত-দরিদ্র পরিবারের প্রতিনিধি হিসেবে।
আরও পড়ুন: কবির খান-এর ‘৮৩’ তে কপিল দেব-এর বেশে রনবীর সিং
আমেরিকার প্রেসকট চলচ্চিত্র উৎসব
চলচ্চিত্র নির্মাতা ও তাদের স্বাধীন চলচ্চিত্রের মাধ্যমে প্রেসকট ও কোয়াড সিটি এলাকায় পর্যটন শিল্পের প্রচারের লক্ষ্যে নিবেদিত স্বেচ্ছাসেবীদের একটি প্রচেষ্টা এই প্রেসকট চলচ্চিত্র উৎসব। ২০১০ সাল থেকে উৎসবটি সারা বিশ্ব থেকে স্বাধীন চলচ্চিত্রগুলোকে একত্রিত করে আসছে। পাশাপাশি আরিজোনার প্রেসকটে অবস্থিত ইয়াভাপেই কলেজকে প্রতি বছর পরিণত করছে নতুন পরিচালকদের মিলনমেলায়।
এবারো ইয়াভাপেই কলেজের কমিউনিটি রুম, পারফর্মিং আর্ট্স ভবন, স্কাল্পচার গার্ডেন জুড়ে ১৪ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে উৎসবটি।
বাংলাদেশি চলচ্চিত্র ‘রিক্শা গার্ল’ এখানে জুড়ি পুরষ্কার বিভাগে সেরা ন্যারেটিভ ফিচার ফিল্ম পুরষ্কার পেয়েছে।
আরও পড়ুন: তিথির অসুখ: ইমরাউল রাফাত পরিচালিত চরকির নতুন ওয়েব ফিল্ম
‘রিকশা গার্ল’ চলচ্চিত্র নির্মাণ
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্স-এর কিশোর উপন্যাস ‘রিক্শা গার্ল’ ২০০৭ সালের নিউইয়র্কের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় ছিলো। এই বইটির গল্পের উপর ভিত্তি করেই একই শিরোনামে মুভিটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আয়নাবাজি’র পর এটা তাঁর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
৩ বছর আগে
মুন্সিগিরি: চঞ্চল চৌধুরীকে নিয়ে অমিতাভ রেজা’র আরেকটি অসামান্য চলচ্চিত্র
২০১৬ এর আয়নাবাজি’র পর আবারও একসাথে কাজ করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এবার তাঁরা একদম ওয়েব সিনেমা নিয়ে হাজির। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে শুভ মুক্তি পেলো ওয়েব সিনেমা মুন্সিগিরি। তার দুইদিন আগে প্রকাশিত মুভিটির ট্রেইলার সামাজিক মাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে দেয়। অবশ্য অমিতাভ রেজা’র এই প্রথম ওয়েব চলচ্চিত্রটির জন্য আরও আগে থেকেই দর্শকদের পাশাপাশি গোটা সিনেমা পাড়াও অপেক্ষায় ছিলো। চলুন, এই চরকি অরিজিনাল ফিল্মটির ব্যাপারে কিছু তথ্য জেনে নেয়া যাক।
আরও পড়ুন: ‘পরাণ’: সত্য কাহিনীর ওপর নির্মিত ত্রিভুজ প্রেমের গল্প
মুন্সিগিরি’র মুল চরিত্রে যারা আছেন
আয়নাবাজি’তে আয়না খ্যাত চৌঞ্চল চৌধুরীকে এবার দেখা যাবে একজন গোয়েন্দা পুলিশ অফিসার হিসেবে মাসুদ মুন্সি নামে। বর্তমানে নতুন ধারার বিনোদন ওয়েব কন্টেন্টগুলোতে ব্যস্ত এই তারকার অভিনয় শুরু হয়েছিলো ১৯৯৬ সালে মঞ্চাভিনয়ের মাধ্যমে। টিভি নাটক ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রে সফল এই অভিনেতা ভক্তদের কাছে মনপুরা’র সোনাই ও আয়নাবাজি’র আয়না নামেই অধিক পরিচিত। দেবী’র পর থেকে হুমায়ুন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলী’র জন্য চঞ্চল চৌধুরী ছাড়া আর কারও কথা ভাবাই যায় না।
মুন্সিগিরি’তে চঞ্চলের সহশিল্পী হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং ‘দেবী’ সিনেমার নিলু খ্যাত শবনম ফারিয়া। এছাড়াও আছেন গাজী রাকায়েত ও শহীদুজ্জামান সেলিম-এর মত বর্ষিয়ান অভিনেতা।
আরও পড়ুন: সমালোচনার মুখে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ সরিয়ে নিলো সিএমভি
মুন্সিগিরি নিয়ে পরিচালক অমিতাভ-এর ভাবনা
২০২১ এর ১৪ জানুয়ারি চঞ্চল চৌধুরী ও পূর্নিমার সাথে মুন্সিগিরি ওয়েব সিনেমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর চুক্তি সাক্ষরিত হয়। মুলত একটি বিশাল প্রজেক্টের সূচনা হিসেবে নির্মিত হতে যাচ্ছে মুন্সিগিরি।
এই সিনেমাটিকে ওয়েব সিনেমা সিরিজে রূপ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন নির্দেশক অমিতাভ। এরই ধারাবাহিকতায় সিরিজের দ্বিতীয় সিনেমা বানানোর কথা ভাবছেন তিনি। বিশ্বমানের চলচ্চিত্রগুলোর মত মুন্সিগিরির ফ্র্যাঞ্চাইজি তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে অমিতাভের টীম।
নতুন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি’র কর্ণধার বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনিও মুন্সিগিরি প্রজেক্ট নিয়ে বেশ আশাবাদী। এই চরকি ও দারাজ-এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘মুন্সিগিরি’র প্রযোজনায় ছিলেন অমিতাভ রেজা’র বোন মাহজাবিন রেজা চৌধুরী।
আরও পড়ুন: ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
মুন্সিগিরি চলচ্চিত্রের চিত্রনাট্য
ঔপন্যাসিক শিবব্রত বর্মানের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাসের আলোকে মুন্সিগিরি’র গল্প লিখেছেন নাসিফ আমিন।
একজন সরকারি কর্মকর্তার মৃত্যুর রহস্য উদঘাটনকে কেন্দ্র করে এগিয়ে গেছে এর কাহিনী। কেসটি সমাধান করার জন্য মৃত কর্মকর্তার স্ত্রী সুরাইয়ার কাছ থেকে যথাসম্ভব প্রয়োজনীয় তথ্য বের করার চেষ্টা করতে থাকেন অফিসার মাসুদ মুন্সি।
রহস্যের পাশাপাশি একজন নিষ্ঠাবান ডিবি পুলিশের ব্যক্তিগত জীবনের প্রতি বিশেষ আলোকপাত করা হয়েছে চলচ্চিত্রটিতে। স্ত্রী পারভীন সুলতানা ও একমাত্র ছেলেকে নিয়ে নিজের সংসার ও কর্তব্যের মাঝে ভারসাম্য বজায় রাখতে বদ্ধ পরিকর মাসুদ মুন্সি। এই সূত্রে শিকার ও শিকারীর এক দারুণ রোমাঞ্চে জড়িয়ে যেতে থাকে তার টীম।
আরও পড়ুন: থটস অফ শামস: মজার সব চরিত্রে এককভাবে অভিনয়কারী প্রতিভাবান কন্টেন্ট নির্মাতা
ঔপন্যাসিক শিবব্রত নিজে সিনেমাটি দেখে পরিচালকের প্রশংসা করতে যেয়ে বলেন,‘বাংলা চলচ্চিত্রে অমিতাভ এমন এক গোয়েন্দাকে হাজির করেছেন, যিনি শোবার সময় মশারি টাঙান।’
ওটিটি প্ল্যাটফর্ম চরকি
২০২১ এর ১২ জুলাই বৈচিত্র্যপূর্ণ প্রায় ২০০ টি কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি। বছর জুড়ে প্রতিটি মাসে একটি করে চরকি অরিজিনাল সিনেমা উপভোগ করতে পারবে গ্রাহকগণ। মুন্সিগিরিও অন্তর্ভূক্ত হয়েছে এই লিস্টে।
এছাড়া ইতোমধ্যে মুক্তি পাওয়া চরকি অরিজিনাল ওয়েব সিনেমাগুলোর মধ্যে রয়েছে- আদনান আল রাজীব-এর ইউটিউমার, কামার আহমাদ সাইমন-এর নীল মুকুট এবং মিজানুর রহমান আরিয়ান-এর নেটওয়ার্কের বাইরে।
আরও পড়ুন: দুর্গাপূজার মহোৎসবে বাঙালির ঐতিহ্যবাহী ১০ পদের মিষ্টি
ভবিষ্যতে চরকি’র দর্শকরা মুন্সিগিরি’র সিক্যুয়ালগুলোও উপভোগ করতে পারবেন তাদের প্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে।
পরিশিষ্ট
বাংলাদেশে চলচ্চিত্র পরিবেশনের ধারা পবির্তনের সাথে সাথে বদলে যাচ্ছে চলচ্চিত্রগুলো নির্মাণের ধরন। সেই সুবাদে নতুনত্ব আসছে বাংলাদেশি সিনেমার তথাকথিত মূলধারায়। সৃজনশীল কাজের আসল রূপকারগণ এখানে যেমন সৃষ্টির অনুপ্রেরণা পাচ্ছেন, চলচ্চিত্রকর্মীরা ঠিক তেমনি সুযোগ পাচ্ছেন নিজেদেরকে মেলে ধরার। ‘মুন্সিগিরি’ রহস্য সিনেমাটি সেই বৈপ্লবিক পরিবর্তনের বিনোদনে এক সক্রিয় শিল্প, যার বদৌলতে ভবিষ্যতে বাংলাদেশিরা সাক্ষী হতে যাচ্ছে আরো অভিনব পরিবেশনের।
আরও পড়ুন: হৈচৈ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম: বিশ্বজুড়ে বাঙালির কোটি প্রাণের স্পন্দন
৩ বছর আগে