অষ্টম শ্রেণির ছাত্রী
পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী
চুয়াডাঙ্গায় পুলিশের হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। প্রাপবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে পুলিশের কাছে এই অঙ্গীকারও করেছেন ওই ছাত্রীর বাবা-মা।
শনিবার (০৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনাধীন নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর-বোয়ালমারী গ্রামে এই বিয়ে বন্ধের ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুড়িগ্রামে এক বিদ্যালয়ে ৮৫ শিক্ষার্থীর বাল্যবিয়ে!
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘আমার থানাধীন কৃষ্ণপুর-বোয়ালমারী গ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর, আগামী সোমবার (১১ অক্টোবর) বাল্যবিবাহের দিনক্ষণ ধার্য করা হয়েছে বিশ্বস্তসূত্রে এমন খবর পাই। এরপর আমি নিজেই সঙ্গের ফোর্স নিয়ে ওই স্কুলছাত্রীর বাড়িতে উপস্থিত হই। এরপর ওই স্কুলছাত্রীর বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যদের বাল্যবিবাহের কুফল ও আইনের বিষয়গুলো সম্পর্কে সম্মুখ ধারণা দেই। এছাড়াও গোপনে কিংবা অন্য কোনোভাবে ওই স্কুলছাত্রীকে তার পরিবারের সদস্যরা বিয়ে দিতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ ফাঁড়ি পুলিশকে সর্তক থাকতেও নির্দেশ দিয়েছি।’
আরও পড়ুন: কুড়িগ্রামে নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে সংবর্ধনা পেলো মোনালিসা
ওসি জানান, ওই স্কুলছাত্রী প্রাপ্ত বয়স্ক না হওয়া পযর্ন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে তার বাবা-মা একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন।
ওই স্কুলছাত্রী আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও পরিবার ঠিক করা এই বাল্যবিবাহে সে রাজী ছিল না বলে নিশ্চিত হয় পুলিশ।
৩ বছর আগে