ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম
২৩ যাত্রী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত
২৩ জন যাত্রী নিয়ে রাশিয়ায় এল-৪১০ টার্বোলেট নামে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। নিখোঁজ যাত্রীদের মধ্যে সাতজনকে উদ্ধার করা গেলেও বাকি ১৬ যাত্রীর ভাগ্য এখনও অনিশ্চিত।
রুশ ইমার্জেন্সি সিচুয়েশন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ১১ মিনিটে দেশটির তাতারস্তান প্রজাতন্ত্রের মেনজেলিনস্ক শহরে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র মতে, আরও চার জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। সব মিলিয়ে সাত জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
রুশ মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৬ জন যাত্রীর ভাগ্য এখনও অনিশ্চিত। প্লেনে ২৩ জন যাত্রী ছিলেন। তারা প্যারাসুড ডাইভার। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল এ দুর্ঘটনায় ১৯ জন মারা গেছেন। তবে এই তথ্য নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সূত্রটি।
আরও পড়ুন: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, ৪২ সেনাসদস্য নিহত
পাকিস্তানে ৯৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
বিমান বিধ্বস্তের ঘটনায় পশ্চিমাদের অভিযোগ অস্বীকার ইরানের
৩ বছর আগে