চাঞ্চল্যকর হত্যাকাণ্ড
রায়হান হত্যার এক বছর: এখনও শুরু হয়নি বিচার কাজ
সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হান আহমদের মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার (১১ অক্টোবর)। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এখনো শুরুই হয়নি বিচার কাজ। এছাড়া এ ঘটনায় দায়ের করা পুলিশের বিভাগীয় মামলার তদন্তও শেষ হয়নি গত এক বছরে।
এক বছর পূর্ণ হওয়ার আগের দিন রবিবার (১০ অক্টোবর) বিকালে রায়হানের মা ও স্ত্রী এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে একটি মানববন্ধনে অংশ নেন। এসময় রায়হানের দেড় বছর বয়সী শিশুকন্যা আলফাকেও নিয়ে আসেন তারা।
সিলেট নগরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে (৩৩) গত বছরের ১০ অক্টোবর রাতে তুলে নিয়ে আসে সিলেটের বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। সেখানে তাকে রাতভর নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের। পরদিন ১১ অক্টোবর সকালে মারা যান রায়হান। সিলেট নগরের স্টেডিয়াম মার্কেট এলাকায় এক চিকিৎসকের চেম্বারে সহকারি হিসেবে কাজ করতেন রায়হান।
রায়হানের মৃত্যুর ঘটনাকে প্রথমে 'ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মৃত্যু' বলে প্রচার করে পুলিশ। তবে প্রথম থেকেই রায়হানের পরিবার নির্যাতনে হত্যার অভিযোগ করে। সিলেট মহানগর পুলিশের প্রাথমিক তদন্তেও নির্যাতনের প্রমাণ মিলেছে।
এ ঘটনায় গত বছরের ১২ অক্টোবর পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী তান্নি বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
৩ বছর আগে