আগ্নেয়াস্ত্র জব্দ
বান্দরবানে সন্দেহভাজন ৫ কেএনএফ সদস্য গ্রেপ্তার, ২টি আগ্নেয়াস্ত্র জব্দ
বান্দরবানের সদর উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এ সময় দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
তবে জব্দ আগ্নেয়াস্ত্রগুলো গত ২ এপ্রিল রুমা উপজেলায় সোনালী ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র কি না তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
এর আগে গত শনিবার থেকে বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান শুরু করে র্যাব। অভিযানে শতাধিক র্যাব সদস্য অংশ নেন।
আরও পড়ুন: সিলেটে জাল নোট জব্দ, যুবক গ্রেপ্তার
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ অভিযানের কথা জানান। শনিবার থেকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় এ অভিযান শুরু হয়।
এর আগে কেএনএফ সদস্যদের অপহরণের ৪৮ ঘণ্টা পর গত বৃহস্পতিবার র্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে বান্দরবানের বাথেলপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
গত ২ এপ্রিল সোনালী ব্যাংকের রুমা শাখার ভল্ট থেকে দেড় কোটি টাকা লুটের চেষ্টা চালায় বিচ্ছিন্নতাবাদী দলটি। টাকা নিতে না পেরে তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে।
এ ছাড়া বুধবার বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করে তারা।
ঘটনার পর উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।
এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ পর্যন্ত রুমা ও থানচি থানায় ৮টি মামলা হয়েছে।
আরও পড়ুন: মোংলায় ১৫ কেজি গাঁজা জব্দ, নারী গ্রেপ্তার
৭ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র জব্দ, গ্রেপ্তার ১: বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি পিস্তল, ৩৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তেলকপি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেপ্তার মাহবুব আলী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে।
বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, অস্ত্র ও গুলি পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তেলকুপি সীমান্তের ভোলামারী এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মাহবুব আলীকে ১টি পিস্তল, ৩৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে উপজেলার মরদানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার রাব্বানী (৪০) সদর উপজেলার বহরমপুর হটাৎপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
শনিবার সকালে র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মরদানা এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত টিনসেড একটি বাড়ির সামনে থেকে ৩টি ওয়ান শুটারগান, ককটেল ও ২টি দেশীয় ধারালো অস্ত্রসহ রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ১১ বছরে ধরে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: র্যাব
তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ৮টি, অস্ত্র আইনে ২টি ও মারামারির ঘটনায় ৩টি মামলা রয়েছে। বর্তমানে ৭টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি। নতুন করে শিবগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র জব্দ, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ দু’টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এই সময় এক যুবককে আটক কথা জানিয়েছে র্যাব।
উপজেলার বোয়ালিয়া ইউপির মিলনচর এলাকা থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়।
আটক সাদ্দাম (২৫) উপজেলার নুনগোলাকেডিসি পাড়ার মৃত জয়নুদ্দিনের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ১
র্যাবে-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মোল্লাপাড়া র্যাব ক্যাম্পের একটি দল বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউপির মিলনচর এলাকায় অভিযান চালায়। এসময় দু’টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ সাদ্দামকে আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
৩ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এসময় এক অবৈধ ‘অস্ত্র ব্যবসায়ী’কে আটকের কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে গোমস্তাপুর উপজেলান বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ডালিম ইসলাম (৩৫) উপজেলার কাঞ্চনতলা এলাকার মৃত ইদ্রিশ আলীর ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক: র্যাব
র্যারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলান বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর মোড় এলাকায় অভিযান চালায়। এসময় দুই পিস্তল, ছয় রাউন্ড গুলি ও তিন ম্যাগজিনসহ অবৈধ ‘অস্ত্র ব্যবসায়ী’ ডালিম ইসলামকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে জেএমবি ‘সদস্য’ আটক: র্যাব
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে