রণতরি
যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের রণতরির বাংলাদেশ সফর
যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের বিশেষ রণতরি এইচএমএস কেন্টকে বৃহস্পতিবার স্বাগত জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ। যুক্তরাজ্য ও বাংলাদেশের অটুট বন্ধন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক শান্তির প্রতি যুক্তরাজ্যের অটল প্রতিশ্রুতিকে সামনে রেখেই ব্রিটিশ রণতরির এই সফর।
বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের টাইপ ২৩ ফ্রিগেট (রণতরি) এইচএমএস কেন্ট চট্টগ্রাম নৌ-ঘাঁটিতে এসে নোঙ্গর করেছে। এই সফরে উদযাপিত হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং দুই দেশের দ্বিপক্ষীয় ও মানুষের সাথে মানুষের সম্পর্কের দীর্ঘস্থায়ী ইতিহাস। এই বছর অব্যাহত শান্তি ও প্রবৃদ্ধির লক্ষ্যে ব্রিটেন-বাংলাদেশ বন্ধনের উদ্দীপনাকে সামনে রেখে, যুক্তরাজ্য বাংলাদেশ ও তাঁর মানুষের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে চায়।
আরও পড়ুন: মোংলায় পাথরবোঝাই লাইটার জাহাজডুবি: ১০ নাবিক জীবিত উদ্ধার
এইচএমএস কেন্ট-এর উপস্থিতি আরও যে বিষয়টি মনে করিয়ে দেয় তা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা এবং একটি মুক্ত ও অবিচল আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকার যার মাধ্যমে বিশ্বের মুক্ত সমাজ ও অর্থনীতিগুলোর সমৃদ্ধি অর্জনের ক্ষমতা বৃদ্ধি পাবে।
আশা করা হচ্ছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এইচএমএস কেন্ট বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে যার দ্বারা দুই দেশের সামরিক,বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
৩ বছর আগে