আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে মানিকগঞ্জে একটি স্বতন্ত্র প্রার্থীকে মারধর ও তার মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগে ক্ষমতাসীন দলের নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফয়জুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় গ্রেপ্তার ৪, দেশীয় অস্ত্র জব্দ
ভুক্তভোগীর অভিযোগে জানা গেছে, শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে গেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমানকে মারধর করা হয়। এ সময় তার মনোনয়নপত্র ও ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ফজলুল ও তার সমর্থকরা অভিযোগ করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: শেরপুরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
এ ব্যাপারে সিংগাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, ‘ওবায়দুর রহমান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতেই পারে। প্রার্থীতা প্রত্যাহারেরও সময় আছে। তিনি আমাদের দলেরই লোক। এ ব্যাপারে আমরা বসেই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু তাকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়া ঠিক হয়নি।’
আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যা: ঢাকায় গ্রেপ্তার ২
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, মামলা দায়েরের পরপরই ফজলুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।
৩ বছর আগে