যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে চোর সন্দেহে মো. মিল্লাত চৌধুরী নামে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে।
নিহত মো. মিল্লাত চৌধুরী (৩১) ওই গ্রামের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মুঠোফোনের সঙ্গে যুক্ত ছিল। মুটোফোনে চোর সন্দেহ করে ওই বাড়ির লোকজন ধাওয়া দিয়ে লোকটিকে ধরে ফেলে। এরপর স্থানীয়রা একজোট হয়ে তাকে গণপিটুনি দেয়।
আরও পড়ুন: নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া বলেন, ‘মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্টু প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।’
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘গেরদায় স্থানীয়রা এক চোরকে ধরে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলেছেন। পরে খবর পেয় ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।’
তিনি জানান, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহত মিল্লাত চৌধুরীর নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলেও জানান ওসি মো. আসাদউজ্জামান।
আরও পড়ুন: ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
৮৭ দিন আগে
চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারে বাসায় ঢুকে সুমন সাহা (৪৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে রিয়াজুদ্দিন বাজারে আব্দুল্লাহ সিদ্দিকী রোডের আরএস টাওয়ার নামের একটি ভবনের দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সুমন ওই বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন।
আরও পড়ুন: মাগুরায় ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ: আটক ১
পুলিশের ধারণা, ব্যবসায়িক বিরোধের জেরে কিংবা মাদক ও সোনা চোরাচালানের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
চট্টগ্রাম মহানগরী পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, রাতে কিছু লোক সুমন সাহার বাসা আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় ঢুকে তাকে মারধর করে করে। এতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের জখম রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে তেল চুরি, আটক ৪
৪৮৪ দিন আগে
গাইবান্ধায় যুবককে পিটিয়ে হত্যা!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। শনিবার দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট নয়াপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত খোকন মিয়া (৩৫) রাজাবিরাট নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
আরও পড়ুন: বাগেরহাটে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, নিহত খোকন মাদকাসক্ত ছিলেন। মাদক কিনতে মাঝে মধ্যে এলাকায় চুরি করতেন। শুক্রবার রাতে খোকন বাড়ি থেকে বের হয়। এরপর রাজাবিরাট সাঁওতাল পাড়ায় চুরি করতে গিয়ে ধরা পরলে স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। পরে আহত অবস্থায় বাড়িতে ফেরার পর তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
ওসি জানান, খোকনের পরিবার অভিযোগ করার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
১১৩৮ দিন আগে
ভারতে পিটিয়ে হত্যা করা যুবকের লাশ ৫ দিন পর হস্তান্তর
পিটিয়ে হত্যার পাঁচ দিন পর শুক্রবার রাতে এক বাংলাদেশি যুবকের লাশ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পুলিশ।
১৭৬১ দিন আগে
চোর সন্দেহে ফরিদপুরে যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুরের মধুখালী উপজেলায় এলাহীপুর গ্রামে শনিবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
১৯০৭ দিন আগে