মার্কিন মিশনারি
হাইতিতে ১৭ মার্কিন মিশনারি অপহৃত
হাইতিতে শিশুসহ ১৭ মার্কিন খ্রিস্টান মিশনারিকে অপহরণ করেছে একটি অপরাধী গোষ্ঠী। শনিবার একটি এতিমখানা থেকে বাসায় ফেরার পথে তাদের অপহরণ করা হয়েছে বলে এক বার্তায় জানিয়েছে ওহিও ভিত্তিক খ্রিস্টান এইড মিশনারিজ।
এক মিনিটের ওই বার্তায় বলা হয়েছে, এটি একটি বিশেষ সতর্ক বার্তা। দোয়া করেন যেন অপরাধী গোষ্ঠীর সদস্যরা অনুতপ্ত হয়।
ওই বার্তায় আরও বলা হয়েছে, মিশনের ফিল্ড ডিরেক্টর মার্কিন দূতাবাসের সঙ্গে কাজ করছে।
মার্কিন সরকারের এক মুখপাত্র বলেছেন, তারা অপহরণের এ ঘটনা সম্পর্কে অবহিত আছেন। তিনি বলেন, বিদেশে মার্কিন নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশটির স্টেট ডিপার্টমেন্টের অন্যতম অগ্রাধিকারে রয়েছে।
৭ জুলাই নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্ট গুলিবিদ্ধ হয়ে খুন হন এবং আগস্টে এক শক্তিশালী ভূমিকম্পে দেশটির দুই হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়। এরপর থেকে দেশটি ক্রমবর্ধমান সংঘবদ্ধ অপহরণের বিরুদ্ধে আবারও লড়াই করছে।
হাইতিতে জাতিসংঘের সমন্বিত কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী,চলতি বছরের প্রথম আট মাসে অপহরণের শিকার ৩২৮ ভুক্তভোগী হাইতির জাতীয় পুলিশের কাছে রিপোর্ট করেছেন। এ সংখ্যা গত বছরে ছিল ২৩৪ জন।
কর্তৃপক্ষ বলছে, অপহরণের পর অপরাধী গোষ্ঠী কয়েক’শ ডলার থেকে ১০ লাখ ডলারের বেশিও মুক্তিপণ দাবি করে।
আরও পড়ুন: প্রেসিডেন্ট হত্যায় জড়িত থাকার সন্দেহ নাকচ হাইতির প্রধানমন্ত্রীর
হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪১
আততায়ীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
৩ বছর আগে