পর্নোগ্রাফি
চাঁপাইনাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে উপজেলার রাজবাড়ি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, তুষার আলী (২৮), রতন আলী (২২), রুবেল (৩৫), রুবেল মিয়া (২৪) ও ফিরোজ মাহমুদ (৩০)। তাদের সবার বাড়ি উপজেলার রাজবাড়ি মোহাম্মদপুর এলাকায়।
আরও পড়ুন: স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে: নারীকে গলাকেটে হত্যা, সাবেক স্বামী আটক
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত সোয়া ৭টার দিকে নাচোল উপজেলার রাজবাড়ি বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে। সেই সঙ্গে পাঁচটি কম্পিউটার জব্দ করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘ দিন থেকে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২ বছর আগে
নওগাঁয় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবক গ্রেপ্তার
নওগাঁর সাপাহার থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের নুর আলম (৩৫), মদনসিং গ্রামের সাকিব হাসান (২৯), পিছল মধ্যপাড়া গ্রামের ইমরান (২২), মানিকুড়া গ্রামের কামাল হোসাইন (২৩) ও আরিফুল ইসলাম(২৭), জয়পুর গু চ্ছগ্রামের শাহিন আলম (২৬), খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের রাশেদ মিলন (২৮), বৈদ্যপুর গ্রামের আব্দুল মাজেদ (২৮) এবং সাড়াইডাঙ্গা গ্রামের কাওসার মাহমুদ শান্ত (২৮)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। এ সময় বাজার এলাকা থেকে ১২টি সিপিইউ, ১৬টি হার্ডডিস্ক, ১২টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ক্যাবল, আটটি কিবোর্ডসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০ ব্যক্তি পাঁচ দিনের রিমান্ডে
চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি গ্রেপ্তার
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৫
চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ কম্পিউটার ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে র্যাব। রবিবার সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপি এলাকার সালাম (২৫), সাদ্দাম হোসেন (২৪), নাজিম উদ্দিন (৩০), কামরুল ইসলাম (২৭) ও হাসান আলী (২১)।
আরও পড়ুন: ঢাকায় মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাসহ আটক ২
র্যাবে-৫ রাজশাহীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত সাড়ে ৭টা থেকে সোয়া ৯টা পর্যন্ত সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজারে অভিযান চালায়। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া ল্যাপটপ, চারটি কম্পিউটার ও অন্যান্য কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে যুবক আটক, অবৈধ অস্ত্র জব্দ
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে