পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৫
চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ কম্পিউটার ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে র্যাব। রবিবার সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপি এলাকার সালাম (২৫), সাদ্দাম হোসেন (২৪), নাজিম উদ্দিন (৩০), কামরুল ইসলাম (২৭) ও হাসান আলী (২১)।
আরও পড়ুন: ঢাকায় মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাসহ আটক ২
র্যাবে-৫ রাজশাহীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত সাড়ে ৭টা থেকে সোয়া ৯টা পর্যন্ত সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজারে অভিযান চালায়। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া ল্যাপটপ, চারটি কম্পিউটার ও অন্যান্য কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে যুবক আটক, অবৈধ অস্ত্র জব্দ
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে