অপপ্রচারের অভিযোগ
অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
ফেনীতে অভিযান চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে নাশকতা ও অপপ্রচারের অভিযোগে তিন যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব-৭। রবিবার (১৭ অক্টোবর) ফেনী সদর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২), ফয়সাল আহমেদ আল আমিন (১৮) ও আব্দুস সালাম জুনায়েদ (১৮)।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক মো. নূরুল আবছার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি কতিপয় কুচক্রী মহল সাধারণ ধর্মপ্রাণ মানুষের ধর্মানুভূতিতে আঘাত করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে নাশকতা, হেনস্থাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও অপব্যাখ্যামূলক কন্টেন্ট ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অপপ্রয়াস চালিয়েছে। এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম উক্ত ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে মাদকসহ আটক ৩
এর ধারাবাহিকতায় র্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ট্রাংক রোড এলাকায় নাশকতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক ও অপব্যাখ্যামূলক কন্টেন্ট প্রচারের অভিযোগে আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব, ফয়সাল আহমেদ আল আমিন ও আব্দুস সালাম জুনায়েদকে আটক করে।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।
র্যাব জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে