কৃষক হত্যা মামলা
কৃষক হত্যা মামলা: কিশোরগঞ্জে একজনের মৃত্যুদণ্ড, ৪ জন খালাস
কিশোরগঞ্জের চাঞ্চল্যকর কৃষক বাচ্চু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নার্গিস ইসলামের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
আরও পড়ুন: খুলনায় স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামীর মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্শা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।
মামলা বিবরণ, ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর পুকুর নিয়ে বিরোধের জের হিসেবে কর্শাকড়িয়াইল বাজারে যাওয়ার পথে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বাচ্চুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই হারুন অর রশীদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওই দিনই কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে মাদরাসাছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
৩ বছর আগে