হিন্দুপল্লী
রংপুরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় এখন পর্যন্ত ৪৪ জনকে আটক করেছে পুলিশ এবং এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত ঘটনা কিনা, তা জানার চেষ্টা করছি আমরা। যারা এ ঘটনায় জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।’
তিনি জানান, রবিবার রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ করে হিন্দুদের ২০ থেকে ২৫টি বাড়ি-ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা বাড়ি-ঘর ভাঙচুর, মূল্যবান জিনিসপত্রও লুট করে।
আরও পড়ুন: রংপুরে হিন্দুপল্লীতে আগুন: আটক ৪২
৩ বছর আগে
রংপুরে হিন্দুপল্লীতে আগুন: আটক ৪২
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টের জেরে রংপুরের পীরগঞ্জের বড়ো করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সন্দেহে ৪২ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রংপুর জেলা প্রশাসক আসিফ হাসান বলেন, রবিবার রাত ৮টায় ২০ থেকে ২৫টি হিন্দু বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় আক্রমণকারীরা।
এছাড়া তাদের বাড়ি-ঘর থেকে নগদ টাকা, গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।
রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগের পর রবিবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ওই কিশোরের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও দূরে বাড়ি-ঘরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা জানান, খবর পেয়ে রংপুর, মিঠাপুকর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের চার ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এক পাশে আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতেই অন্যদিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত ও তাদের দোসররা কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্যমন্ত্রী
কুমিল্লার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: ৫০০ জনের বিরুদ্ধে মামলা
৩ বছর আগে