ধর্মীয় অবমাননা
রংপুরে হিন্দুপল্লীতে আগুন: জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট দেয়ার অভিযোগে জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ফেসবুকে ধর্মীয় অবমাননার জেরে রংপুরের পীরগঞ্জের বড়ো করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সন্দেহে ৪২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুর জেলার সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান বলেন, জয়পুরহাটে অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোমবার রাতে পরিতোষ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, সোমবার রাত পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
পড়ুন: রংপুরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে হিন্দুপল্লীতে আগুন: আটক ৪২
১২৭০ দিন আগে