নামিবিয়া
টি-২০ বিশ্বকাপ ২০২২: শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রবিবার শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে নামিবিয়া।
প্রথম রাউন্ডের গ্রুপ এ- এর ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দলটির দেয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে শ্রীলঙ্কা।দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক দানুস শানাকা। নামিবিয়ার পক্ষে বার্নার্ড স্কোল্টজ, বেন শিকোঙ্গো জ্যান ফ্রাইলিংক ও ডেভিড ভিসা দুটি করে উইকেন নেন।এর আগে টস হেরে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান করে নামিবিয়া। দলের হয়ে জ্যান ফ্রাইলিংক সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া জে.জে. স্মিত ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন।লঙ্কানদের হয়ে প্রমোদ মদুশান ৩৭ রানে দুই উইকেট শিকার করেছেন।
নামিবিয়ার কাছে পরাজয় লঙ্কানদের জন্য বড় বিপর্যয়। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।টি-২০ বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডে খেলছে আটটি দল। তাদের মধ্যে চারটি দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: নামিবিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ স্কোয়াড: কারা এলো, কারা বাদ পড়ল?
২ বছর আগে
নামিবিয়াকে ৬২ রানে হারালো আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়াকে ৬২ রানে হারিয়েছে আফগানিস্তান।
রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রান তুলে মোহাম্মদ নবীর দল। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ শাহজাদ।
এছাড়া নিজের শেষ ম্যাচে আজঘার আফগান ২৩ বলে ৩১ রান করেন। এর আগে শনিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন তিনি।
পরে ব্যাট করতে নেমে আফগান ফাস্ট বোলারদের স্লোয়ার ডেলেভারি মোকাবিলা করতে ব্যর্থ হয় নামিবিয়ার ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান তুলতে সক্ষম হয় তারা। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ করেন ডেভিড ওয়াইজি।
আফগান ফাস্ট বোলার হামিদ হাসান ৯ রান দিয়ে তিন উইকেট এবং নাবিন উল হক ২৭ রান দিয়ে তিন উইকেট নেন।
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিবকে আর পাবে না বাংলাদেশ
ভারত-নিউজিল্যান্ড ম্যাচই কি গ্রুপ ২ এর শীর্ষ অবস্থান নির্ধারণ করবে?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব-সোহানের খেলা নিয়ে শঙ্কা
৩ বছর আগে
আয়ারল্যান্ডকে কাঁদিয়ে সুপার টুয়েলভে নামিবিয়া
আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের মূল পর্বে (সুপার টুয়েলভ) জায়গা করে নিয়েছে নামিবিয়া।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আট উইকেট ও নয় বল বাকি থাকতেই নির্ধারিত রান তুলে নেয় নামিবিয়া। তৃতীয় উইকেটে ৩১ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও ডেভিড ভিসা। এরাসমাস ৪৯ বলে ৫৩ এবং ডেভিড ভিসা ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয় নামিবিয়া। ‘এ’ গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা ইতোমধ্যে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। পাওয়ার প্লেতে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান তুলে ফেলে তারা। এরপর ৭.১ ওভারে ৬২ রানে প্রথম উইকেট পরলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করতে পারে আইরিশরা।
এদিকে গ্রুপ ‘বি’তে বাংলাদেশ ও স্কটল্যান্ড সুপার টুয়েলভ নিশ্চিত করেছে।
পড়ুন: বিশ্বকাপের সুপার টুয়েলভে টাইগাররা
টি-২০ বিশ্বকাপ লাইভ দেখবেন যেভাবে
ওমানের বিপক্ষে জয় 'টাইগারদের জন্য বড় স্বস্তি'
৩ বছর আগে