আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের মূল পর্বে (সুপার টুয়েলভ) জায়গা করে নিয়েছে নামিবিয়া।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আট উইকেট ও নয় বল বাকি থাকতেই নির্ধারিত রান তুলে নেয় নামিবিয়া। তৃতীয় উইকেটে ৩১ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও ডেভিড ভিসা। এরাসমাস ৪৯ বলে ৫৩ এবং ডেভিড ভিসা ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয় নামিবিয়া। ‘এ’ গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা ইতোমধ্যে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। পাওয়ার প্লেতে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান তুলে ফেলে তারা। এরপর ৭.১ ওভারে ৬২ রানে প্রথম উইকেট পরলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করতে পারে আইরিশরা।
এদিকে গ্রুপ ‘বি’তে বাংলাদেশ ও স্কটল্যান্ড সুপার টুয়েলভ নিশ্চিত করেছে।
পড়ুন: বিশ্বকাপের সুপার টুয়েলভে টাইগাররা
টি-২০ বিশ্বকাপ লাইভ দেখবেন যেভাবে
ওমানের বিপক্ষে জয় 'টাইগারদের জন্য বড় স্বস্তি'