বিরামপুর
দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
নাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় ট্রাককে ওভারটেক করার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে অক্টোবর মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু
রিফাত বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে এবং তার বন্ধু খোকা একই এলাকার মৃত রফিকের ছেলে।
স্থানীয়রা জানায়, বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে রিফাতের মৃত্যু হয়। আহত অবস্থায় খোকাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় মারা গেছে সে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
২ সপ্তাহ আগে
বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের বিরামপুরে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশীদ নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
রবিবার (২৩ জুন) দুপুরের দিকে উপজেলার শকুন খোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হারুন অর রশীদ (৩৮) ওই উপজেলার আমাইল গ্রামের আনোয়ার আলী মণ্ডলের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আরোহীর মধ্যে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
৪ মাস আগে
বিরামপুর থেকে তিন কোটি টাকার সাপের বিষ জব্দ
দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ভারতে সাপের বিষ পাচারের সময় ২ কেজি ৪৭১ গ্রাম (২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা) সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্ত থেকে মালিকবিহীন সাপের বিষগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ জব্দ
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ঘাসুরিয়া এলাকা দিয়ে সাপের বিষ পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মালিকবিহীন ২টি কাচের জারে ১ কেজি ২০৩ গ্রাম ও কালো রঙের আরেকটি জারে ১ কেজি ২৬৮ গ্রামসহ ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়েছে।
যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।
তিনি আরও বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বিষ ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক না থাকায় মা ও শিশুপুত্রের মৃত্যু
৬ মাস আগে
বিরামপুরে বাসচাপায় ব্র্যাকের কর্মী নিহত
দিনাজপুরের বিরামপুরে বাসচাপায় মিজানুর রহমান নামে ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরের চন্ডিপুর এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় বাসচাপায় আওয়ামী লীগ নেতা নিহত
মিজানুর রহমান রংপুরের জেলা সদরের শ্যামনগর মহল্লার বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের একজন কর্মী।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, বিপরীতমুখি বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে বাসচাপায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে বাসচাপায় যুবক নিহত
৮ মাস আগে
বিরামপুরে ‘বিক্ষোভ’ মিছিল থেকে জামায়াতের ১৬ কর্মী আটক
দিনাজপুরের বিরামপুরে ‘বিক্ষোভ’ মিছিলের সময় জামায়াতে ইসলামীর ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (শুক্রবার) জুমার নামাজ শেষে পূর্বপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠন, দলের আমিরসহ আলেম উলামাসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ওই মিছিল বের করেছিলেন তারা।
আরও পড়ুন: টেকনাফ সীমান্তে লক্ষাধিক ইয়াবা জব্দ, আটক ৩
আটকরা হলেন- জামিল হাসেন, আব্দুল মান্নান, মোজাফ্ফর রহমান, জিয়াউর রহমান, নুরুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম;
আক্কাস আলী, ইসমাঈল হোসেন, সামসুদ্দিন আহম্মেদ, আনোয়ার হোসেন, নাঈম ইসলাম, ছেলে তোতামিয়া।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, তারা যে ১৬ জনকে আটক করেছেন, তাদের জামায়াতের মিছিল থেকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এসময় উপস্থিত ছিলেন- জেলা উত্তর কমিটির আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা নায়েবে আমীর আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলামসহ অন্যান্যরা। শহরের লিলিমোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে বাহাদুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল তারা।
আরও পড়ুন: সীতাকুণ্ডে উচ্ছেদ অভিযানে হামলায় ইউএনও-ওসিসহ আহত ১০, আটক ৩
মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, আটক ৩
১ বছর আগে
বিরামপুরে ট্রাক চাপায় দুলাভাই নিহত, আহত শ্যালিকা
দিনাজপুরে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরিতে পিকনিকে অংশ নিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের আরেকযাত্রী চালকের শ্যালিকা আহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) বিরামপুরের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নিহত মোটরসাইকেল চালক নুরনবী ইসলাম (৪০)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে।
আহত শ্যালিকার নাম হোসনে আরা বেগম (২০)। তিনি হাকিমপুর উপজেলার জালালপুর এলাকার এমদাদুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিকনিকে অংশ নিতে মোটরসাইকেলে শ্যালিকা হোসনে আরাকে নিয়ে স্বপ্নপুরি যাচ্ছিলেন নুরনবী।
মোটরসাইকেলটি বিরামপুর রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরনবী ইসলামকে মৃত ঘোষণা করেন।
তবে তার শ্যালিকা হোসনে আরা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, কোনো আপত্তি না থাকায় লাশ আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: জকিগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জে বালুবোঝাই ট্রাক চাপায় ফল ব্যবসায়ী নিহত
১ বছর আগে
দিনাজপুরে পুকুর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার উদ্ধার
দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮১৮সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের ২নং ওয়াডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার এবং দোসরা পলাশ বাড়ি এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন নন্দি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশকিছু জেলে মাছ ধরতে নামে।এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে।
জালটি পাড়ে উঠার পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
১ বছর আগে
দিনাজপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (২২) বিরামপুর পৌর শহরের আব্দুল খালেকের ছেলে। সে বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কমিটির সদস্য।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্থানীয়রা জানান,দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর মাদরাসার সামনে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এসময় ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্থলে নিহত হন ওমর ফারুক।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান,ওমর ফারুক বিরামপুর সরকারি কলেজের ছাত্র। চাঁদপুর নামক স্থানে পেট্রোল পাম্পে জ্বালানি নিয়ে কলেজে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে সে। এসময় ওই ট্রাকের চাকার পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে রেলগুমটি এলাকা থেকে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
দিনাজপুরে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ২
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাসের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ফুলবাড়ী উপজেলার সুজালপুরের বাসিন্দা এবং গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় দুর্গাপুর এলাকায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম মারা যান।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহত
তিনি বলেন, এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে আরও দুজন আহন হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও জানান ওসি।
২ বছর আগে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন (২০) নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং আহত সাজ্জাদ হোসেন একই এলাকার হেলালের ছেলে। তাকে বিরামপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বেলডাঙ্গা এলাকায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি অটোরিকশার সঙ্গে ফয়সালের মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি ঘটোনাস্থলে নিহত এবং তার সঙ্গে থাকা অপর আরোহী সাজ্জাদ আহত হন।
২ বছর আগে