জীবননগর
চুয়াডাঙ্গায় থানা থেকে আসামি পালানোর ঘটনায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
চুয়াডাঙ্গার জীবননগর থানা হেফাজত থেকে মনোয়ারা খাতুন (৩০) নামে এক মাদক মামলার আসামি পালানোর ঘটনায় পুলিশের তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় অনুসন্ধান করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- জীবননগর থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) পবিত্র মণ্ডল, কনস্টেবল সোলাইমান খান ও মিতা খাতুন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান চলছে৷ এ ঘটনার অনুসন্ধান করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি ঘটেছে ভোরে। এ সময় শৌচাগারে যাওয়ার কথা বলে থানা হেফাজত থেকে পালিয়ে যান ওই নারী আসামি। পালানোর ঘটনায় তার (পালানো নারী আসামি) বিরুদ্ধে পেনালকোডে আরও একটি মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আসামি মনোয়ারা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।
এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন ( বিজিবি- ৫৮) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা খাতুন তার সহযোগী নাজমুল হুদাকে আটক করে জীবননগর থানায় হস্তান্তর করে। ওইদিনই বিজিবির পক্ষ থেকে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় মামলা দায়ের করেন।
জীবননগর থানা সূত্রে জানা যায়, মনোয়ারা খাতুনকে নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছিল। সকালে শৌচাগারে যাওয়ার নাম করে পালিয়ে যান তিনি। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা মাঠে নেমেছেন।
১ মাস আগে
ট্রেনের ৮ ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন
চুয়াডাঙ্গায় খুলনাগামী মালবাহী ট্রেনের ৮টি তেলের ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে ডাউন সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মিন্টু রায় বলেন, খুলনার সান্তাহার থেকে ৩২টি খালি ট্যাংকার নিয়ে একটি ট্রেন মঙ্গলবার রাতে খুলনা যাচ্ছিল। রাত পৌনে ১টার দিকে আনসারবাড়িয়া স্টেশনের অদূরে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টের কাছে ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। উদ্ধারকাজ এখনও চলছে।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতি
আনসারবাড়িয়া স্টেশনের কার্যক্রম চালু না থাকায় এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধারকাজ চলছে, উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে।
চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস জানান, তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনাগামী ও খুলনা থেকে গোয়ালন্দগামী বা বিপরীতমুখী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা স্টেশন ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।
শান্ত কুমার বিশ্বাস আরও বলেন, ‘মধ্যরাত থেকেই সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। আর চুয়াডাঙ্গা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে আছে। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানা যাবে।’
এদিকে, ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রীরা এবং এই রেলপথ ব্যবহারকারীরা।
আরও পড়ুন: লাইনচ্যুতির সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
১ মাস আগে
ফ্যানের বাতাসে ধান উড়াতে গিয়ে নারীর মৃত্যু
জীবননগরে ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় ফ্যানের সঙ্গে পরনের শাড়ি পেঁচিয়ে মোছা. খোদেজা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুবলপুর গ্রামের রনক আলীর বাড়ির উঠানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোছা. খোদেজা খাতুন (৫৫) কোটচাদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।
ভুক্তোভোগী পরিবার সূত্রে জানা গেছে, খোদেজা তার বোনকে সহযোগিতা করার জন্য ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে স্টিলের বড় (খাঁচা ছাড়া) ফ্যান লাগিয়ে বাতাস দিয়ে ধান পরিষ্কার করছিলেন। এসময় তার পরনের শাড়ি ফ্যানে পেঁচিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ
ঠাকুরগাঁওয়ে ২ ছেলের মারধরে বাবার মৃত্যুর
৩ মাস আগে
গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের
চুয়াডাঙ্গার জীবননগরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দিকে উপজেলার সন্তোষপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কছে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান উপজেলার কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপাড়ার মৃত মুনতাজের ছেলে।
আরও পড়ুন: কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের, আহত ৩
উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন জানান, রবিবার সকালে গাছকাটার একপর্যায়ে সাইদুর অর্ধেক কাটা হেলানো শিশু গাছের নিচে বসেছিলেন। এসময় হঠাৎ গাছটি ভেঙে তার শরীরের উপরে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা ও শ্রমিকরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইয়াসির আরাফাত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম জাবীদ হাসান বলেন, গাছকাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
আরও পড়ুন: ছুটির দিনে প্রাণবন্ত বইমেলার শিশুচত্বর
দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল মা ও ছেলের
১০ মাস আগে
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে ওই ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নবী ছদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, মিজানুর রহমান জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আয়ুব আলীর জামাতা। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। তার লাশ ভারতের কৃষ্ণনগর মহকুমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, মিজানুর রহমান কিছুদিন ধরে ভারতীয় গরুর ব্যবসা করতেন। সাম্প্রতিক সময়ে তিনি অবৈধভাবে মানুষ পারাপারের কাজও করে আসছিলেন।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
তিনি বলেন, গত বৃহস্পতিবার মিজানুর ও তার সহযোগীরা কয়েকজন মানুষ নিয়ে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান মিজানুর। পালিয়ে যান তার সহযোগীরা।
তিনি আরও বলেন, তার লাশ বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান গণমাধ্যমকে জানান, মিজানুর রহমানের স্ত্রী ইসনাহার থানায় এসে মৌখিকভাবে জানিয়েছেন তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। তিনি তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানার বরাত দিয়ে জীবননগর থানার ওসি আরও জানান, শনিবার বেলা ১১টার সময় এক নারী মৌখিকভাবে তার স্বামী মিজানুর তিন দিন ধরে নিখোঁজের বিষয়টি ৫৮ বিজিবিকে জানান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আজ শনিবার বিকালে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে ৫৮ বিজিবি।
আরও পড়ুন: কুড়িগ্রামে সীমান্তে বাংলাদেশি হত্যা, বিএসএফের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
১ বছর আগে
চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাদাসপুরে মসজিদের দ্বিতীয় তলার ছাদে রড বাঁধায়ের সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
নিহত নির্মাণশ্রমিক রুহুল আমিন (২০) উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ঈদগাহে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, গঙ্গাদাসপুর জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদের রড বাঁধার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় একটি রড বৈদ্যুতের তারের উপর পড়ে। এতে নির্মাণশ্রমিক রুহুল আমিন বিদ্যুতায়িত হন।
তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
১ বছর আগে
জীবননগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর আরেকজন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের অদূরে আন্দুলবাড়ীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক বিপ্লব হোসেন (৩২) ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আহত রুবেল হোসেন (৩৫) একই উপজেলার ব্যাপারী পাড়ার গোলাম রসূলের ছেলে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যান নিহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলে করে বিপ্লব ও রুবেল সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একতারপুর বাওড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পিছনে থাকা বিপ্লব হোসেন রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক রুবেল হোসেনকে আহতাবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরও পড়ুন: দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১ বছর আগে
চুয়াডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত যুবক পান্না ভাংগি (৩০) একই সীমান্ত ইউনিয়নের ভাংগিপাড়ার আতিয়ার ভাংগির ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, সোমবার সকালে স্থানীয়রা হরিহরনগর গ্রামের একটি মেহগনি বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।
তিনি আরও জানান, রবিবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হতে পারে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি জানান, যুবকের নাক ও একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন রয়েছে।
আরও পড়ুন: বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সিলেটে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
চুয়াডাঙ্গায় ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের ঘুঘরোগাছি গ্রামে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক তিনজন হলেন-জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের ঘুঘরোগাছি গ্রামের হাসেম খানের ছেলে আছির উদ্দিন মাস্টার।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
একই গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে মাজাহার খান পল্টু ও রায়পুর বারান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শাহাবুদ্দিন খান (৪০)।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, স্বর্ণ পাচারকারীরা নিজেদের মধ্যে দ্বন্দের জেরে মারামারি করে আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রক্তাক্ত অবস্থায় তিনজনকে আটক করে।
তিন জনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত আছির উদ্দিন মাস্টার ও মাজাহার খান পল্টুকে পুলিশ উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। দুইজন সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বারের ওজন এক কেজি ৮০০ গ্রাম। আহত দুই জন সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আর একজন পুরিশ হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কেউ আহত হয়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, দুইজন আহত রোগীকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পুলিশের সদস্যরা। তাদের শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
তিনি আরও বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হতে পরে।
আরও পড়ুন: যশোরের শার্শা সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
ঝিনাইদহ সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২: বিজিবি
১ বছর আগে
চুয়াডাঙ্গায় খাট থেকে পড়ে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু!
চুয়াডাঙ্গার জীবননগরে ঘুমের মধ্যে খাট থেকে পড়ে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার সময় উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটে এ ঘটনা ঘটেছে।
নিহত সোলাইমান মণ্ডল উথলী গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে সোলাইমান মণ্ডল তার দাদা ফজলুর হকের সঙ্গে খাটের ওপর ঘুমাচ্ছিলো। ঘুমের মধ্যে শিশু সোলাইমান মণ্ডল খাটের ওপর থেকে ঘরের মেঝেতে পড়ে যায়। এতে শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লাগে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে রেললাইনের পাশে মিলল নবজাতকের লাশ
করিমগঞ্জে রাস্তার পাশ থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার
খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি: ২৩ দিন পর উদ্ধার
১ বছর আগে