হিন্দি রিমেকে
হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেকে একসাথে বলিউডের তিন খান
বিশ্বনন্দিত অস্কার জয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক ‘লাল সিং চাডঢা’ মুক্তি পেতে যাচ্ছে ২০২২ সালের ভালোবাসা দিবসে। ২০১৯ এর অক্টোবরে শ্যুটিং শুরুর পর ২০২০ এর বড় দিনে চলচ্চিত্রটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে ঠিক এক বছর পিছিয়ে যায় আমির খান প্রযোজিত চলচ্চিত্রটি। কিন্তু ভক্তদের প্রতীক্ষার প্রহর আরও বাড়িয়ে অবশেষে ২০২২ এর ১৪ ফেব্রুয়ারিতে যেয়ে ঠেকলো মুক্তির দিনক্ষণ। বলিউডের তিন দিকপাল আমির খান, শাহরুখ খান এবং সালমান খানকে একসাথে দেখা যাবে চলচ্চিত্রটিতে। চলুন, সিনেমাটির ব্যাপারে বিস্তারিত জেনে নিই।
হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’
১৯৮৬ সালে প্রকাশিত উইনস্টোন গ্রুমের উপন্যাস অবলম্বনে রবার্ট জেমেকিস-এর পরিচালনায় নির্মিত হয়েছিল এই আমেরিকান কমেডি-ড্রামা চলচ্চিত্রটি। ১৯৯৪ সালের মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ লাইভ দেখবেন যেভাবে
এটি মূলত ফরেস্ট গাম্প নামের সহজ-সরল এক মানুষের জীবনভর দৌড়ের গল্প। বিংশ শতাব্দীতে আমেরিকার ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলো পার করে যাওয়ার পরেও যে দৌড় অব্যাহত ছিল। কর্তব্য, ভালোবাসা, বন্ধুত্ব সবকিছুর সমন্বয়ে জীবনটা যেন দৌড় প্রতিযোগিতার এক দীর্ঘ মাঠ।
চলচ্চিত্রটিতে ফরেস্ট গাম্প চরিত্রটির সাথে দেখা হয় আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি, রিচার্ড নিক্সন, কিং নামে খ্যাত বিশ্ববিখ্যাত গায়ক এলভিস প্রিসলি, শিল্পী জন লেনন।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস, গ্যারি সিনিস, রবিন রাইট, ও স্যালি ফিল্ড। চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট ৬টি ক্যাটাগরিতে অস্কার জিতেছিল।
পড়ুন: আইএএফএম ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে
‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক-এর পরিচালক
লাল সিং চাড্ঢা সিনেমার পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। সিনেমা পাড়ায় তাঁর বিচরণ অনেক আগে থেকে হলেও নির্দেশক হিসেবে তাঁর আবির্ভাব ঘটে ২০১৭ সালের আমির খান প্রোডাকশন ‘সিক্রেট সুপারস্টার’ এর মাধ্যমে। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। সে বছর এটি সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। অদ্বৈত শ্রেষ্ঠ অভিষেক পরিচালনায় জি সিনে অ্যাওয়ার্ডও অর্জন করে নেন।
২০০৭ এর ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’ এর সহকারী প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন অদ্বৈত। চলচ্চিত্রে তাঁর প্রথম কাজ ছিল ২০০৭ সালে রিমা কাগতি পরিচালিত ‘হানিমুন ট্রাভেল্স প্রাইভেট লিমিটেড’ সিনেমার প্রোডাকশন অ্যাসিস্টেন্ট হিসেবে।
পড়ুন: অ্যাপসা’য় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন
৩ বছর আগে