হাবিব
আদালত অবমাননা: বিএনপি নেতা হাবিবের সাজা বহাল
আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাবিবের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রবিবার এ আদেশ দেন।
আরও পড়ুন: হেফাজত নেতা মামুনুলের ২ মামলায় জামিন আপিল বিভাগে বহাল
এর আগে আদালত অবমাননার দায়ে হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে গত ২২ নভেম্বর রায় দেন হাইকোর্ট।
এই রায়ের বিরুদ্ধে কারাবন্দি হাবিব গত ৮ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন, সঙ্গে জামিনের আবেদন করেন।
লিভ টু আপিলটি ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
সেদিন আদালত লিভ টু আপিলটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ৩ মার্চ শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় রবিবার শুনানি হয়।
আদালতে হাবিবের পক্ষে শুনানি করেন- জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে শুনানি করেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
আরও পড়ুন: বরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছরের সাজা বহাল
অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন বহাল
৮ মাস আগে
বাংলাদেশের ছেলে বেলারুশের মেয়ে: সামাজিক মাধ্যমে জনপ্রিয় দম্পতি হাবিব-নাতালিয়া
বেলারুশিয়ান-বাংলাদেশি দম্পতির সাংসারিক জীবনের খুনসুটি ভরা মজার মজার ভিডিও হাস্যরসে ভরিয়ে তুলেছে সামাজিক মাধ্যম। মেয়ে বেলারুশের, নাম নাতালিয়া। আর ছেলে বাংলাদেশি, নাম হাবিব। ঘোরাঘুরি, কেনাকাটা, রান্নাবান্না, খেলাধুলাসহ জীবনের প্রতিটি কর্মকাণ্ডে ছড়িয়ে থাকা হাসির উপাদানগুলো দর্শকদের উপহার দিচ্ছে এই দম্পতি। এছাড়া বাংলাদেশের সমসাময়িক ঘটনার সাথে হাস্যরস মিশিয়ে নির্মল আনন্দের খোরাক যোগাচ্ছে তাদের ইউটিউব চ্যানেলটি। পাশাপাশি তাদের ফুটফুটে ছোট্ট মেয়েটিও ভিডিওগুলোর মধ্যমণি হয়ে থাকছে। চলুন, ভাইরাল হওয়া এই দ্বিজাতি দম্পতির ব্যাপারে বিস্তারিত জেনে নিই।
হাবিব-নাতালিয়ার সম্পর্কের শুরুটা
বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব জার্মানির বায়ার্ন মিউনিখের অফিসিয়াল স্টেডিয়াম আলিয়াঞ্জ অ্যারিনায় ঘটনাক্রমে একসাথে কাজ করতে হয়েছিল হাবিব ও নাতালিয়াকে। সময়টা ছিল ২০১২ সাল এবং সে সময় জার্মানির এক বিখ্যাত উৎসব অক্টোবর ফেস্ট চলছিল। আর সেই মেলাতেই খুব সুন্দর কিছু মুহূর্ত কাটানোর মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে হাবিব ও নাতালিয়ার মধ্যে। এই বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হয় পরিণয়ে। অবশেষে ২০১৭ সালের ৯ জুলাই জার্মানির খেম্নিজে তাদের বিয়ে হয়।
আরও পড়ুন: চরকিতে রায়হান রাফির প্রথম অনলাইন সিনেমা ‘খাঁচার ভিতর অচিন পাখি’
হাবিব ও নাতালিয়ার ব্যক্তি জীবন
হাবিব লক্ষ্মীপুরের রামগঞ্জের ছেলে। আত্মীয়-স্বজনরা সবাই ঢাকায় থাকে। বাবার কাজের কারণে হাবিবের সময় কেটেছে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। পড়াশোনা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে।
২০১২ সালে জার্মানি চলে যান উচ্চশিক্ষার জন্য। সেখানে মিউনিখ শহরের টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ থেকে মাস্টার্স করেন। পড়াশোনা শেষে এখন একটি জার্মান ইঞ্জিনিয়ারিং কন্সাল্টিং ফার্মে ইন্টার্ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন।
অপরদিকে নাতালিয়ার জন্মস্থান চেক-এর রাজধানী প্রাগে। তার আত্মীয়রা থাকেন বেলারুশের রাজধানী মিনাস্কের নিকটস্থ বাবরুস্ক শহরে। ২০১০ সালে উচ্চ শিক্ষার জন্য জার্মানির মিউনিখে চলে যান। সেখানে লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিতে ভর্তি হন। পড়াশোনা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই ফার্মাসিস্ট হিসেবে একটি কোম্পানিতে ইন্টার্ন হিসেবে নিয়োগ পেয়ে যান। এখন পর্যন্ত সে কোম্পানিতেই স্থায়ীভাবে কাজ করছেন নাতালিয়া।বর্তমানে মেয়ে নাদিয়াসহ হাবিব-নাতালিয়া জার্মানির স্থায়ী বাসিন্দা।
আরও পড়ুন: আপন ঠিকানা : হারানো স্বজনদের খুঁজে পেতে আরজে কিবরিয়ার মহৎ উদ্যোগ
৩ বছর আগে