হলে ফিরলেন
দেড় বছর পর হলে ফিরলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
করোনা সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সঙ্গে সিলেটের শাহজালাল বিজ্ঞান নিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলো বন্ধ হয়ে যায়। দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর এবার আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পৃথকভাবে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় শিক্ষার্থীদের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে তুলে দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ অন্যান্য হলের হল প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন ইতিহাস তৈরি হল: শাবিপ্রবি উপাচার্য
৩ বছর আগে