কয়েদির মৃত্যু
রংপুর কারাগারে কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, ২ কারারক্ষী বরখাস্ত
রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারাম বাদশা নামে একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে বিদ্রোহ করেছেন অন্য কয়েদিরা। শুক্রবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টায় ঘটনাটি ঘটে।
বাহারাম পীরগঞ্জ উপজেলার বকেরবাড়ি এলাকার বাহাদুর মিয়ার ছেলে।
আরও পড়ুন: জামালপুর কারাগারে সংঘর্ষে ৬ বন্দি নিহত
কারা সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাহারাম ও রফিকুলের মধ্যে গাছ থেকে আমড়া পাড়া নিয়ে মারামারি হয়। একপর্যায়ে বাহারাম গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাহারামের মৃত্যুর খবর কারাগারে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এসময় বাহারামের অপর তিন ভাইসহ অন্য কয়েদিরা বিক্ষোভ শুরু করে কারা ফটকে অবস্থান নেন। একপর্যায়ে রফিকুলের পক্ষের কয়েদিদের সঙ্গে বাহারামের ভাইসহ তাদের পক্ষের কয়েদিদের হাতাহাতি শুরু হয়। বাহারুলের মৃত্যুকে ইস্যু করে কারাগারের ভেতরে বিশৃঙ্খলার সুযোগ নেয় কয়েদিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও ৬৬ পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে ছুটে যান।
রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, ‘এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- শাহজাহান ও মোতালেব।’
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান রংপুর জেলা প্রশাসক।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির ‘আত্মহত্যা’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিদ্রোহ, ব্যাপক গোলাগুলি
৩ মাস আগে
সিরাজগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়ে বলে জানান জেল কৃর্তপক্ষ।
সোমবার ভোর ৬টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আব্দুল মমিন (৩৮) সিরাজগঞ্জ সদর উপজেলার পার পাঁচিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার আব্দুল বারেক জানান, আব্দুল মমিন ২০১৬ সালে সংঘবদ্ধ এক ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। রবিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে তিনি মার যান।
আরও পড়ুন: নাটোরে কারাগারে হাজতির মৃত্যু
ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।
৩ বছর আগে