শান্তি সমাবেশ
চট্টগ্রামে অবরোধের প্রতিবাদে ১৯ স্থানে শান্তি সমাবেশর ডাক আ. লীগের
বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের অবরোধ কর্মসূচির নামে নাশকতা নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে বুধবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর ১৯টি স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ গ্রহণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অযৌক্তিক অবরোধের প্রতিবাদে নগরীর ১৯টি স্থানে দিনভর শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ: ১৪টি অগ্নিসংযোগ
স্থানগুলো হচ্ছে- নগরীর দারুল ফজল মার্কেট চত্বর, কাটগড়, সল্টগোলা ক্রসিং, বাদামতলী, বহদ্দারহাট, নয়াবাজার, একে খান, সিটি গেইট, ওয়াসা, মুরাদপুর, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন, আমান বাজার, মতি টাওয়ার, বাকলিয়া এক্সেস রোড, নতুন ব্রিজ, আন্দরকিল্লা ও দেওয়ানহাট মোড়।
শান্তি সমাবেশগুলোতে দায়িত্বপ্রাপ্ত নগর, থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের অংশ নিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ‘অবরোধ’ লিখে চবি প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা!
১ বছর আগে
শান্তি সমাবেশে যোগ দিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন আ. লীগের নেতা-কর্মীরা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন' সমাবেশের জন্য দলীয় নেতা-কর্মী ও অনুসারীরা জড়ো হতে শুরু করেছেন।
আজ (২৮ অক্টোবর) বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করছে, একইদিনে আওয়ামী লীগ তাদের এই সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশস্থল পরিদর্শন করে ইউএনবি প্রতিনিধি মঞ্চের চারপাশে দলের শত শত সমর্থক ও কর্মীকে দেখতে পান, যখন মঞ্চে গান পরিবেশন করা হচ্ছিল।
মধ্যাহ্নভোজ শেষে আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছবেন। জেলা পর্যায়ের নেতা-কর্মী ও অনুসারীরা গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন।
আরও পড়ুন: উত্তরায় শনিবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ
দলটির নেতারা জানিয়েছেন, 'শান্তি সমাবেশটি' হবে বিপুল অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ সমাবেশ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সর্বস্তরের জনগণ অংশ নিয়ে মিথ্যাচার, গুজব, সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে ২৬ ও ২৭ অক্টোবর বিএনপির কর্মসূচির আগে ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে যান দলটির নেতারা।
আরও পড়ুন: আ. লীগের সোমবারের শান্তি সমাবেশ স্থগিত
১ বছর আগে
বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। তবে আমাদের শান্তি সমাবেশে হামলা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা বিএনপির কর্মসূচিতে তাদের আক্রমণ করতে যাব না। তবে আমাদের সমাবেশে হামলা হলে আমরা প্রতিহত করব এবং প্রতিশোধ নেব।’
আরও পড়ুন: গণতন্ত্র রক্ষার জন্য নয়, ধ্বংসের জন্য লড়াই করছে বিএনপি: কাদের
তিনি আরও বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা নির্বাচনকালীন শান্তি চাই। আমরা নির্বাচন-পূর্ব সময়েও শান্তি চাই। সরকার অশান্তি হতে দেবে না।’
কাদের বলেন, ‘কেন আমরা উত্তেজিত করব? আমাদের কাউকে উসকানি দেওয়ার দরকার নেই। আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বিদেশি চাপের বিষয়ে অবহিত নই। আমাদের নির্বাচন আমরা করব। বন্ধু দেশ হিসেবে তারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করতে পারে।’
আরও পড়ুন: রাস্তা দখল ও অবরোধের হুমকি দিয়ে বিএনপির ইচ্ছা পূরণ হবে না: কাদের
সারাদেশে পূজামণ্ডপে পাহারা দিন: আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি কাদের
১ বছর আগে
উত্তরায় শনিবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার (৭ অক্টোবর) রাজধানীর উত্তরায় সিভিল এভিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য শান্তি সমাবেশ স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার (৬ অক্টোবর) দলের ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার জানিয়েছেন, ভারী বর্ষণের কারণে কর্মী-সমর্থকদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আগামীকালের (৭ অক্টোবর) গণসমাবেশ স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, আগামী শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সজাগ থাকুন: শিক্ষামন্ত্রী
অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা: তথ্যমন্ত্রী
‘তলে তলে অনেক কিছু হচ্ছে, আমিতো ভুল বলিনি’
১ বছর আগে
আ. লীগের সোমবারের শান্তি সমাবেশ স্থগিত
রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে সোমবার অনুষ্ঠিতব্য শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ।
রবিবার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পি এ কথা জানান।
তিনি বলেন, শান্তি সমাবেশের তারিখ ও স্থান পরে ঘোষণা করা হবে।
তবে থানা পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান তিনি।
এর আগে সারা দেশে বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ঘোষণা দেয় দলটি।
আরও পড়ুন: ঢাকার প্রবেশমুখে যুবলীগের শান্তি সমাবেশ শনিবার
আ. লীগের সহযোগী ৩ সংগঠনের শান্তি সমাবেশ শুক্রবার
১ বছর আগে
ঢাকার প্রবেশমুখে যুবলীগের শান্তি সমাবেশ শনিবার
রাজধানী ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ।
শনিবার (২৯ জুলাই) আবদুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে এই শান্তি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন।
আরও পড়ুন: পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ১০
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল।
তিনি জানান, শনিবার (২৯ জুলাই) বেলা ১১টায় এই শান্তি সমাবেশ শুরু হবে।
এর আগে এক দফা দাবি আদায়ে শনিবার (২৯ জুলাই) রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের মহাসমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে যুবলীগকর্মী রুবেল হত্যার ঘটনায় ১০ জন গ্রেপ্তার
বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
দেশব্যাপী বিএনপির ‘সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতি’র বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখা।
শনিবার দুপুরে শহরের চৌরাস্তার পাশে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
আরও পড়ুন: ১৮ মার্চ সব মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির
এসময় রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখানে ধর্ম, জাত ও পাত কোন বিষয় না। সকলে মিলেমিশে কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য। বাংলাদেশের মানুষ দেখেছে লুটপাট করেছে কারা। যারা দুর্নীতি করেছে; তারাই লুটপাট করেছে। ওই সময়ে তাদের অত্যাচারে মানুষ কতটা অসহায় ছিল সবাই জানে।
তিনি বলেন, সাধারণ মানুষদের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। ওই সময়ে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। তবু আমরা সহ্য করে আছি, কারণ আমরা যদি তাদের মত আচরণ করি সারাদেশের মানুষ আমাদেরও তাদের মতই ভাববে। তাই আমরা অত্যন্ত ধৈর্য্য নিয়ে দেশ পরিচালনা করছি। আজকে তারা ঠাকুরগাঁওসহ সমগ্র বাংলাদেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না।
তিনি আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তারা নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা নিরপেক্ষ থাকেনি। তাই বিএনপি ক্ষমতায় এসেছিল। তত্ত্বাবধায়কসহ যে কোনও অনির্বাচিত সরকারই নিরপেক্ষ নয়; ইতোপূর্বে তা প্রমাণ হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, অ্যাড. ফললুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারসহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঘোড়া সমাবেশ অনুষ্ঠিত
১ বছর আগে
নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
রাজধানীর নয়াপল্টন এলাকায় মঙ্গলবার বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কিছু নেতা-কর্মী তাদের কার্যালয়ের সামনে ‘শান্তি সমাবেশ’ শেষে কাকরাইলের দিকে একটি মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ মিছিলে বাধা দিতে গেলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার সাথে আ’লীগ জড়িত: বিএনপি
৩ বছর আগে