নৌকা বাইচ প্রতিযোগীতা
মধুমতি নদীতে নৌকাবাইচ, দুই তীরে মানুষের মিলনমেলা
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একে কেন্দ্র করে নদী দুই পাড়ে দূরদূরন্ত থেকে আসা শিশু থেকে শুরু করে নানা বয়সের উৎসুক দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
স্থানীয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার দুপুর ১টার দিকে নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে এই নৌকা বাইচের নাম দেয়া হয়।
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
জানা গেছে, বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকার মোট সাতটি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। মধুমতি নদীর আস্তাইল এলাকা থেকে মোল্লাহাট সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে চলে বাইচ প্রতিযোগিতা। চারটি ছোপের (রাউন্ড) মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় বিজয়ী নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মো. দিদারুল আলমের ভাইভাই জলপরী বাইচ দল এবং রানার্সআপ হয়েছে মো. ইকবাল হোসেনের দুই ভাই জলপরী বাইচ দল। প্রতিযোগিতায় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ফ্রিজ এবং অংশ নেয়া সবকটি বাইচদলের হাতে টেলিভিশন তুলে দেয়া হয়।
৩ বছর আগে