স্পাইডারম্যান
টম হল্যান্ডের ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ নিয়ে সিনেমাপাড়ায় হৈচৈ
‘হোমকামিং’ ও ‘ফার ফ্রম হোম’-এ সফলতার পর অবশেষে ‘নো ওয়ে হোম’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন টিনেজ স্পাইডারম্যান টম হল্যান্ড। চলিত বছর ১৭ ডিসেম্বর থেকে বিশ্ব দেখতে পারবে এই মাকড়সা মানবের জাল বিস্তারের কারিশমা।
সিনেমা পাড়ায় ও ভক্তদের কাছে এরই মধ্যে স্পইলার দেয়া তারকা হিসেবে বেশ খ্যাতি পেয়ে গেছেন টম হল্যান্ড। দর্শকরা খুব আনন্দ নিয়েই তার হাস্যরস ভরা ইন্টারভিউগুলো উপভোগ করেন। সেই সূত্রে সারা বিশ্ব মেতে উঠেছে তার অভিনীত তৃতীয় স্পাইডারম্যান মুভির সম্ভাব্য চমক নিয়ে।
আরও পড়ুন: চরকিতে রায়হান রাফির প্রথম অনলাইন সিনেমা ‘খাঁচার ভিতর অচিন পাখি’
মার্ভেল চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় মুভির করচা নিয়েই এবারের ফিচার।
যে চমক থাকছে টম হল্যান্ডের তৃতীয় স্পাইডারম্যান মুভিতে
২০১৯ সালের ‘ফার ফ্রম হোম’ মুভির পোস্ট ক্রেডিট সিন-এ দেখানো হয়েছিল যে স্পাইডারম্যানের আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। এরপর থেকেই পরের সিকুয়েল নিয়ে স্পাইডারম্যান ভক্তদের অস্থিরতা বহুগুণ বেড়ে গিয়েছিল। অতঃপর ২২ আগস্ট স্পাইডারম্যানের সর্বশেষ সংস্করণটির ট্রেলারের কিছু অংশ সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। তার পরের দিন টিজর ট্রেলারটি অফিসিয়ালি মুক্তি পেলে উন্মোচিত হয় স্পাইডারম্যান নো ওয়ে হোম-এর চমকগুলো।
এবারের মুভিতে স্পাইডারম্যানের পুরোনো সব খলনায়কগুলোকে পুনরুজ্জীবিত করা হবে। স্যাম রাইমির স্পাইডারম্যান ট্রিলজি থেকে পাম্পকিন বম্ব হাতে আবির্ভাব হবে গ্রিন গবলিন। পিঠে সেই চারটি যান্ত্রিক টেন্টাকলের নিয়ে দেখা যাবে ডক্টর অক্টোপাসকে। বালুর দৈত্য স্যান্ডম্যান এবং ভেনমকেও ছুটতে দেখা যাবে স্পাইডারম্যানের পেছনে। তবে ভেনম চরিত্রে টম হার্ডি না টোফার গ্রেস থাকবে তা জানা যায়নি। স্থান ও সময় উলোট-পালট করে দেয়া যাদু নিয়ে বরাবরের মত দেখা যাবে ডক্টর স্ট্রেঞ্জকে।
আরও পড়ুন: বাংলাদেশের ছেলে বেলারুশের মেয়ে: সামাজিক মাধ্যমে জনপ্রিয় দম্পতি হাবিব-নাতালিয়া
ট্রেলারে হলুদ বজ্রপাত মার্ক ওয়েব পরিচালিত অ্যামেজিং স্পাইডারম্যান-২ এর খলনায়ক ইলেক্ট্রোকে নির্দেশ করছে।
‘নো ওয়ে হোম’ নিয়ে স্পাইডারম্যান ভক্তদের উৎকন্ঠা
স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইস মার্ভেল চলচ্চিত্র ভক্তদের একটি বিরাট অংশ দখল করে আছে। তাই স্পাইডারম্যানের আসন্ন মুভিটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এই ভক্তশ্রেণির পরিধিটা সমালোচক ছাড়িয়ে তারকা জগতেও পৌঁছে গেছে।
মার্ক ওয়েবের স্পাইডারম্যান অ্যান্ড্রু গারফিল্ড নিজেই নিশ্চিত করেছেন যে তিনি ‘নো ওয়ে হোম’-এ থাকছেন না। তার এ রকম বিবৃতির কারণও আছে। প্রথম টিজার ট্রেলার বেরনোর সাথে সাথেই খলনায়কদের আবির্ভাবের ধারাবাহিকতায় সবার প্রত্যাশা বাড়তে থাকে পুরোনো স্পাইডারম্যানদেরও দেখার। টবি ম্যাগুয়েরের কোন ক্যামিয়ো থাকবে কিনা সে নিয়ে সমূহ সম্ভাবনার দোলাচলে এখনো ভাসছেন তার ভক্তরা।
আরও পড়ুন: হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেকে একসাথে বলিউডের তিন খান
এছাড়া কমিক্সপ্রেমিরা ডক্টর অক্টোপাসের এরকম আবির্ভাব দেখে ভাবছেন, এবার হয়ত বইয়ের সিনিস্টার সিক্সকে মুভিতে দেখা যাবে। স্পাইডারম্যান কমিক্স অনুসারে, সিনিস্টার সিক্স হচ্ছে সুপার খলনায়কদের সংঘঠন যেটা গঠন করেছিলেন ডক্টর অক্টোপাস। ডক্টর অক্টোপাসসহ এই সিনিস্টার সিক্সের চরিত্ররা হলেন, ইলেক্ট্রো, মিস্টেরিও, স্যান্ডম্যান, ভালচার ও ক্র্যাভেন দ্য হান্টার। এদের মধ্যে ভালচার ও ক্র্যাভেন দ্য হান্টারের জায়গায় হয়ত গ্রিন গবলিন ও ভেনমকে যুক্ত করা হবে।
স্পাইডারম্যান নো ওয়ে হোমের টিজার ট্রেলারটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ৩৫৫ দশমিক ৫ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিল। এর আগ পর্যন্ত ২৮৯ মিলিয়ন ভিউ নিয়ে শীর্ষে ছিল ২০১৯ এর মার্ভেল মুভি অ্যাভেঞ্চার ইন্ডগেম।
আরও পড়ুন স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ
৩ বছর আগে