বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা
বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ফের পেছাল
রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলার রায় ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পেছাল।
সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার মারা যাওয়ায় আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। তাই এ মামলার রায় আজ ঘোষণা করা হবে না।
আরও পড়ুন: বনানীতে দুই ছাত্রী ধর্ষণ: প্রধান আসামি সাফাতের জামিন বাতিল
রেইনট্রি হোটেলে ২০১৭ সালের ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা হয়। এ মামলায় ওই বছরের ২৭ মে পুলিশ সাফায়াতকে গ্রেপ্তার করে। দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ ওই বছরের জুনে পাঁচ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা ফারহানা অরেঞ্জ ইউএনবিকে জানান, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের মৃত্যুর কারণে আদালত বন্ধ রয়েছে এবং সে কারণেই এ মামলার রায় ঘোষণা করা হবে না।
আরও পড়ুন: বনানীর ছয়তলা ভবনে আগুন
এর আগে গত ৩ অক্টোবর বিচারিক আদালত ১২ অক্টোবর রায়ের দিন ধার্য করেন। কিন্তু বিচারক অসুস্থতার কারণে ছুটিতে চলে যাওয়ায় ওই দিনও রায় পেছানো হয়।
মামলার পাঁচ আসামিরা হলেন, সাফাত আহমেদ, নাঈম আশরাফ হালিফ, শাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
৩ বছর আগে