স্ত্রী নির্যাতন মামলা
স্ত্রী নির্যাতন মামলা: চট্টগ্রামে সার্জেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চিকিৎসক স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে চট্টগ্রামে এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন। এর আগে চলতি বছরের ২৬ আগস্ট মামলাটি করেন।
মামলার আসামি সার্জেন্ট ইকবাল হোসেন বর্তমানে খুলনায় কর্মরত। বাদী ডা. সোনিয়া সামাদ চট্টগ্রামের মীরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম বলেন,তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন সমাজসেবা কর্মকর্তা। আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে সার্জেন্ট ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছর ১১ ফেব্রুয়ারি সোনিয়া সামাদের সাথে ইকবাল হোসেনের বিয়ে হয়। এরপর থেকে বাদীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন ইকবাল। বাদীর মা-বাবা ইতালিপ্রবাসী। অভিযুক্তের মানসিক নির্যাতনে অতিষ্ট হয়ে গত ৬ এপ্রিল যৌতুকের এক লাখ টাকা তাকে বুঝিয়ে দেন বাদী। এরপর ঢাকার সাভারে থাকা পাঁচ তলা বাড়ি, একটি প্রাইভেটকার ইকবালের নামে লিখে দিতে বাদীকে চাপ দিতে থাকে।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
ওই সময় বাদী উপজেলার জোরারগঞ্জে একটি ক্লিনিকে কমর্রত ছিলেন। গত ২৫ জুলাই বাদীর জোরারগঞ্জের বাসায় এসে অভিযুক্ত ইকবাল হোসেন যৌতুকের জন্য তাকে নির্যাতন করেন বলেও মামলায় উল্লেখ করা হয়।
আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি করা হয়েছে। বিয়ের পর থেকে স্ত্রীর নামে থাকা ঢাকার সাভারে একটি বাড়ি ও একটি প্রাইভেটকার দখলে নিতে চাপ দিচ্ছিলেন ইকবাল। তাছাড়া কিছু টাকা ও স্ত্রীর গহনা আত্মসাৎ করেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
গত ২৫ জুলাই যৌতুকের জন্য মিরসরাইয়ের জোরারগঞ্জের বাসায় ইকবাল স্ত্রীকে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে মীরসরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে গত ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিল।
অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম বলেন, সমাজসেবা কর্মকর্তা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনের ওপর সন্তুষ্ট হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
৩ বছর আগে