আসামি বরিশাল থেকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জে হকার হত্যা মামলার আসামি বরিশাল থেকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরে চাঞ্চল্যকর ‘হকার জুবায়ের হোসেন’ হত্যাকাণ্ডের প্রধান আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। জেলার উজিরপুর এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. ইকবাল হোসেন (৩৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বুরুমদী গ্রামের মো.আব্দুস সামাদের ছেলে।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
র্যাব জানায়, গত ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত জুবায়ের হোসেন (১৮) ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় নিহত জুবায়ের মা মুক্তা বাদী হয়ে প্রধান আসামি ইকবালসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত প্রধান আসামি ইকবালসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ অক্টোবর) র্যাব-১১ ও র্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল বরিশাল জেলার উজিরপুর এলাকায় অভিযানের মাধ্যমে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে সাদেকের জুতার দোকানে চাকরি করতো জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সাথে নিহত জুবায়েরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বপন জোবায়েরকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে চর থাপ্পড় মারতে থাকে। পরবর্তীতে নিহত জুবায়ের এর প্রতিবাদ করলে হকার নেতা আসাদের হুকুমে মামলার প্রধান আসামি ইকবাল মহসিনের দোকান থেকে চাকু এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে এবং অন্যান্য আসামিরাও জুবায়েরকে মারধর করে পালিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে