রায়পুরা
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৫
নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।
এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু
নিহত দুজন শ্রমিক হলেন দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯) ও রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০)।
আহত পাঁচজন হলেন দিনাজপুরের জুয়েল (২৬), আহাদ মিয়া (৪১), রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)।
নিহত ও আহত সকল ব্যক্তিই ঠিকাদার সুজন মিয়ার অধীনস্থ বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাতজনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুত সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুটি সড়িয়ে সিমেন্টের খুটি স্থাপন করছিলো। খুটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত ও পাঁচ জন আহত হয়।
ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে দাবী করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়েছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের দুইজন লোক নিহত হয়েছেন ও বেশকয়েকজন আহত হয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, ‘দুইজন নিহত হয়েছে। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকার সায়েন্সল্যাব এলাকায় আহত যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের হালে কাটা পড়ে কিশোরের মৃত্যু
৫ মাস আগে
রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সাগর মিয়া নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
বুধবার (১৭ এপ্রিল) সকালে নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও-সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া একই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার এবং বালু ব্যবসাকে ঘিরে রাজিব ও আনোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আনুমানিক বিকাল ৫টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালায় রাজিব গ্রুপ। এসময় প্রতিরোধ গড়ে তুলতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাঁধে। দু’পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়।
এরমধ্যে আহতদের নরসিংদী জেলা হাসপতালে নেওয়ার পথে মৃত্যু হয় সাগর মিয়া নামে এক রাজমিস্ত্রির। গ্রেপ্তার এড়াতে আহতদেরকে নরসিংদী ছাড়াও পাশের ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ফলে আহত সবার নাম পরিচয় এখনও জানা যায়নি।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম জানান, সোনাকান্দি এবং আমিরাবাদ গ্রামের পূর্ব বিরোধসহ বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ জানান, ঘটনার পর পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এখনও এ বিষয়ে কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।
৮ মাস আগে
রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে ছেলের দায় স্বীকার!
নরসিংদীর রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে খুনের দায় স্বীকার করেছেন এক ‘মাদকাসক্ত’ ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ মে) উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঞ্জেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইয়াসিন (২৮), নিহত হাজী আইনুল হকের (৭০) দ্বিতীয় ছেলে।
আরও পড়ুন: বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ১০
নিহত আইনুল হকের বন্ধু হাজী আলম ভূইয়া বলেন, আইনুল হক প্রায়ই তার নেশাগ্রস্ত ছেলে ইয়াসিনের বিষয়ে কথাবার্তা বলতেন। তিনি তার ছেলেকে ভয়ও পেতেন। ছেলের ভয়ে নরসিংদীতে একটি বাড়িও বিক্রি করে ফেলেছিলেন তিনি।
এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন জানান, ‘দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ঘাতক ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯- এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই।’
তিনি আরও বলেন, ‘হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শ্বাশুড়িকে থানায় আনা হয়েছে।’
ওিসি বলেন, ‘সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সময় নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ: মা ও ছেলেকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
রায়পুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু, আহত ১
নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আফরান আহাদ (১৭) এবং একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা আহমেদ (২০)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ২
এলাকাবাসী জানায়, দুপুরে তিন যুবক বাড়ির পাশের একটি আম গাছে আম পাড়তে গেলে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় তারা গাছ থেকে নেমে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আফরান আহাদ ও রানা আহমেদ এবং শিমন আহমেদ আহত হন।
স্থানীয় লোকজন আহত তিনজকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আফরান আহাদ ও রানা আহমেদকে মৃত ঘোষণা করেন এবং আহত শিমন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গাজী সিদ্দিক জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
তিনি আরও বলেন, শিমন নামের একজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
১ বছর আগে
রায়পুরায় দুই যাত্রীবাহী বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ১০
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন। মঙ্গলবার ভোর ৪টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো রেনু মিয়া (৬৬) এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো.কামাল মিয়া (৩৫) ।
এ তথ্য নিশ্চিত করেন কালিকচ্ছ ইউপি সদস্য মো. সাইদুর রহমান।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তিনি জানান,গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে নরসিংদী এলাকায় পৌঁছালে মো. কামাল মিয়াকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এমন সময় কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। ঠিক একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী একটি মাছভর্তি পিকআপভ্যান ওই বাস দুটোকে ধাক্কা দেয়। একইসঙ্গে দুই বাস ও পিকআপভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন এবং পরে আরও একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ১০ জন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান,নিহতদের লাশ এখনও ভৈরব হাইওয়ে থানায় আছে। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় মদনগঞ্জ-নরসিংদী-রায়পুরা সড়কের আমীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে কলেজ ছাত্র কাইয়ুম মিয়া (১৮), ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), দক্ষিন মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫) ও বাহেরচর এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)।
স্থানীয়দের বরাতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে রায়পুরার চরসুবুদ্ধি বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী আসার পথে আমিরগঞ্জ এলাকায় সজল ভূইয়া ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চারজন মারা যায় এবং দুজন আহত হয়।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ আছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে।
পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
২ বছর আগে
ইউপি নির্বাচন পরবর্তী সংঘর্ষে রায়পুরায় নিহত ২, আহত ২০
নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খেয়াঘাট আমতলিতে এ সংঘর্ষের সময় টেটা ও গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
নিহত দু’জন হলেন- ওই ইউনিয়নের মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬), বাবুল মিয়ার ছেলে মামুন মিয়া (৩০)।
জানা গেছে, বাঁশগাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান কাজী আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। জাকির হাসান রাতুল নির্বাচিত হওয়ার পর সাবেক আশরাফুল হকের সমর্থকরা দুই মাস ধরে এলাকা ছাড়া ছিল।
এরই জের ধরে রবিবার সকালে আশরাফুল হকের সমর্থকরা এলাকায় প্রবেশ করতে চাইলে জাকির গ্রুপের লোকজন এতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে টেটা যুদ্ধ ও গোলাগুলি শুরু হয়।
এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে রুবেল মিয়া নিহত হয়। অন্যান্য আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত রুবেলের লাশ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে।
অপর দিকে এ ঘটনায় আহত মামুন মিয়াকে বানঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, সংঘর্ষে রুবেল মিয়া নামে একজন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। অপরজন বাঞ্ছারামপুর এলাকায় মারা যাওয়ার খবর পেলেও নিশ্চিত হতে পারিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে শিক্ষকের স্ত্রীকে গলাকেটে হত্যা
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২
২ বছর আগে
ইউপি নির্বাচন: রায়পুরায় গ্রেপ্তার ১২, আগ্নেয়াস্ত্র উদ্ধার
আসন্ন ইউপি নির্বাচনে সহিংসতা প্রতিরোধে র্যাব-১১ এর পরিচালিত অভিযানে কুখ্যাত ‘স্বাধীন বাহিনী’র প্রধান স্বাধীনসহ দলের ১২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। মঙ্গলবার নরসিংদী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, র্যাব-১১ এর একটি দল জেলার রায়পুরা উপজেলার মির্জারচর, নিলক্ষা ও নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে অভিযান চালায়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা হলো: স্বাধীন বাহিনীর প্রধান আব্দুস সাত্তার ওরফে স্বাধীন, কালন মিয়া, নাজির হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল, আবুল হোসেন, মো: আনিছ, খোকন মিয়া, মিজানুর রহমান, আইয়ুব আলী, নাসির ও লিটন। এদের সকলের বাড়ী রায়পুরা উপজেলার মির্জারচরে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার, ২ রাউন্ড রিভলবারের গুলি, ১টি ইউএস-এর তৈরী শর্ট গান, ২৯ রাউন্ড শর্ট গানের গুলি, ১টি ওয়ান সুটার গান, ৬টি রাম দা, ১টি ছুরি, ১টি তলোয়ার, ১টি কিরিচ, ২টি সামুরাই, ১টি চাপাতি, ৩টি বুলেট প্রুফ জ্যাকেট, নগদ ৮ হাজার ৮৮০ টাকা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন:মৌলভীবাজারে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
র্যাব আরও জানায়,অভিযানের সংবাদ পেয়ে নিলক্ষা ও আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীরা আত্মগোপন করে। কিন্তু রায়পুরা থানাধীন মির্জারচর এলাকায় অভিযান পরিচালনার সময় স্বাধীন বাহিনীর প্রধান স্বাধীনসহ দলের অন্যান্য সদস্যরা র্যাবকে লক্ষ্য করে এলোপাতারি গুলিবর্ষণ শুরু করে। র্যাবও জানমাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। প্রচণ্ড গোলাগুলির এক পর্যায়ে স্বাধীনসহ অন্যান্যদের আটক করতে সক্ষম হয় র্যাব।
গোলাগুলির সময় সন্ত্রাসীরা ২৫/৩০ রাউন্ড গুলিবর্ষণ করে। র্যাবও তাদের উদ্দেশে ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে র্যাব অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা মির্জারচর এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোঁয়ার বাইরে ছিল। তাদের বিরুদ্ধে রায়পুরা থানাসহ অন্যান্য থানায় খুন, হত্যাচেষ্টা, মাদক মামলাসহ একাধিক অস্ত্র মামলা রয়েছে। তারা বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তার করতো বলে র্যাব জানায়।
আরও পড়ুন:অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
৩ বছর আগে
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২
জেলার রায়পুরায় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টায় রায়পুরা উপজেলার পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার হিরন মিয়া (৩৫) ও ছাবির মিয়া (২৬)।
জানা গেছে, উপজেলার কাচারিকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ শাহ আলম মেম্বার গ্রুপ ও প্রবাসী শাহ আলম ওরফে ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রবাসী শাহ আলম গ্রুপের দুই সমর্থক হিরন ও সাবির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সত্যজিৎ ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ ঘটনাস্থলে রয়েছি।
তিনি বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
৩ বছর আগে