নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।
এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু
নিহত দুজন শ্রমিক হলেন দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯) ও রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০)।
আহত পাঁচজন হলেন দিনাজপুরের জুয়েল (২৬), আহাদ মিয়া (৪১), রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)।
নিহত ও আহত সকল ব্যক্তিই ঠিকাদার সুজন মিয়ার অধীনস্থ বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাতজনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুত সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুটি সড়িয়ে সিমেন্টের খুটি স্থাপন করছিলো। খুটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত ও পাঁচ জন আহত হয়।
ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে দাবী করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়েছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের দুইজন লোক নিহত হয়েছেন ও বেশকয়েকজন আহত হয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, ‘দুইজন নিহত হয়েছে। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।