নেশার টাকা
নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ জুন) রাত ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানার ভেলোয়ার দীঘির উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম রিনা আক্তার (৩৯)। তার ছেলে ভাটিয়ারী এলাকার একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ২
স্থানীয়রা জানায়, ওই যুবক মাদকাসক্ত ছিলেন। রবিবার রাত ১১টার দিকে নেশার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। এসময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ছেলে। এতে ঘটনাস্থলেই নিহত হন মা রীনা আক্তার।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, ‘মাদকের টাকা না পেয়ে বটি দিয়ে কুপিয়ে ছেলেটি তার মাকে হত্যা করেছে। আমরা তাকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।’
আরও পড়ুন: কুষ্টিয়ায় পাওনা টাকার জেরে স্ত্রীর বড় ভাইকে কুপিয়ে হত্যা
৫ মাস আগে
নেশার টাকার না পেয়ে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
দগ্ধ রোজিনা আক্তার (৩৭) বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তার মেয়ে রোজিনা আক্তার একজন গার্মেন্ট কর্মী। প্রতিদিনের মতো রবিবার গার্মেন্ট ছুটির পর বাসায় গেলে তার মেয়ের স্বামী জহিরুল ইসলাম নেশা খাওয়ার কথা বলে টাকা দাবি করে। টাকা না দেয়ায় জহিরুল স্ত্রী রোজিনার শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।
আরও পড়ুন: রাজশাহীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দিল যুবক
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
নেশার টাকা না পেয়ে গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন বিকালে সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে নেশার টাকা দাবি করে । টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে জিয়াউল।
এ সময় তার বৃদ্ধা মা জোহুরা বেগম বাধা দিতে গেলে তাকে ক্রিকেট খেলার ব্যাট দিতে মাথায় আঘাত করে জিয়াউল। গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাতে মারা যান জোহুরা বেগম। এ ঘটনার পরদিন জিয়াউলের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।
আরও পড়ুন: স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে ফরিদপুরে স্বামীর মৃত্যুদণ্ড, দেবরের যাবজ্জীবন
কৃষক হত্যা মামলা: কিশোরগঞ্জে একজনের মৃত্যুদণ্ড, ৪ জন খালাস
৩ বছর আগে