মাকে পিটিয়ে হত্যা
নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
নেশার টাকা না পেয়ে গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন বিকালে সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে নেশার টাকা দাবি করে । টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে জিয়াউল।
এ সময় তার বৃদ্ধা মা জোহুরা বেগম বাধা দিতে গেলে তাকে ক্রিকেট খেলার ব্যাট দিতে মাথায় আঘাত করে জিয়াউল। গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাতে মারা যান জোহুরা বেগম। এ ঘটনার পরদিন জিয়াউলের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।
আরও পড়ুন: স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে ফরিদপুরে স্বামীর মৃত্যুদণ্ড, দেবরের যাবজ্জীবন
কৃষক হত্যা মামলা: কিশোরগঞ্জে একজনের মৃত্যুদণ্ড, ৪ জন খালাস
৩ বছর আগে