অভিযোগ
খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
খুলনার রুপসা উপজেলার রামনগর এলাকার আলোচিত রাজ খা হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও অপর এক ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। এ মামলার অপর আসামি মিজানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচার মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মডেল তিন্নি হত্যা মামলার রায় ১৫ নভেম্বর
সাজাপ্রাপ্ত আসামি জামসেদ ওরফে জাবেদ মল্লিক রহিমনগর এলাকার মান্নান ওরফে মুরাদ মল্লিকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে সহযোগিতা করেন এপিপি ইলিয়াস খান ও এপিপি মোসা. শাম্মী আক্তার।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১ জুন সকালে এসআই মো. আব্দুল খালেক নন্দনপুর এলাকায় দায়িত্ব পালনের সময় জানতে পারে ওই এলাকার আঠারো বাকী নদীর পশ্চিম পাড়ে বস্তা বন্দী লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখেন লাশটি মস্তকবিহীন। সুরাতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন তিনি।
আরও পড়ুন: হত্যা মামলা: আসল আসামির বদলে নকল আসামির আত্মসমর্পণ!
এর আগে নিহতের পিতা আমীর আলী খা ছেলে নিখোঁজ হওয়ার ব্যাপারে রূপসা থানায় একটি জিডি করেন। অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ পাওয়া গেছে বলে পুলিশ মারফত তিনি জানতে পারেন। এ খবর জেনে তিনি থানায় যোগাযোগ করে তার ছেলের পোশাক দেখে মরদেহ চিহ্নিত করেন।
৩ বছর আগে